প্রচ্ছদ > বিনোদন > প্রদর্শনী > নিউইয়র্কে ১৬ নারী শিল্পীর চিত্রপ্রদর্শনী
নিউইয়র্কে ১৬ নারী শিল্পীর চিত্রপ্রদর্শনী

নিউইয়র্কে ১৬ নারী শিল্পীর চিত্রপ্রদর্শনী

বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের ১৬ নারী শিল্পীর চিত্রকর্ম নিয়ে সম্মিলিত প্রদর্শনী চলছে নিউ ইয়র্কে। দুই দেশের শিল্পীদের নিয়ে উত্তর আমেরিকায় প্রথমবারের মতো ১২দিন ব্যাপী এই প্রদর্শনীটি চলছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উপকণ্ঠের শহর লং আইল্যান্ডের আর্ট কানেকশন গ্যালারিতে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১৮ জুন থেকে প্রদর্শনী শুরু হলেও এর উদ্বোধনী অনুষ্ঠান হয় ২১ জুন সন্ধ্যায়।

‘গ্যালারি টোয়েন্টি ওয়ান’ এবং ‘নিউইয়র্ক আর্ট গ্যালারি’র যৌথ উদ্যোগের এই চিত্রপ্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কের কন্সাল জেনারেল শামীম আহসান। বক্তব্য দেন নিউইয়র্কের প্রাচীনতম আর্ট অ্যাসোসিয়েশন ‘ওয়েট পেইন্ট গ্রুপে’র প্রেসিডেন্ট বারবারা লিজা, গ্যালারি টোয়েন্টি ওয়ানের পরিচালক শামীম সুবর্ণা এবং নিউইয়র্ক আর্ট কানেকশনের পরিচালক খুরশীদ আলম সেলিম।

যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করতে এ ধরনের অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে উত্তর আমেরিকায় বাংলা ভাষায় সর্বাধিক প্রচারিত পত্রিকা ‘ঠিকানা’র প্রেসিডেন্ট সাঈদ-উর রবসহ যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের অনেক বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী বাংলাদেশি শিল্পীদের মধ্যে রয়েছেন- কনকচাপা চাকমা, রোকেয়া সুলতানা, মাকসুদা ইকবাল নিপা, শামীম সুবর্ণা, সামিনা নাফিজ, বিপাশা হায়াত, আফরোজা জামিল কঙ্কা, লায়লা শারমিন।

এতে অংশ নেয়া যুক্তরাষ্ট্রের শিল্পীরা হলেন- গ্যালিনা মেলনিক, টিনা লায়লা, হেলেন ডায়েট্রিক, বারবারা লেঞ্জ, শামীম বেগম, লোরি সামারা স্ল্যাগিটার, আই ওয়েন কার্টজ এবং অনু আনান।

Comments

comments

Comments are closed.