প্রচ্ছদ > বিনোদন > প্রদর্শনী > কোথায় চলছে কোন প্রদর্শনী
কোথায় চলছে কোন প্রদর্শনী

কোথায় চলছে কোন প্রদর্শনী

জাতীয় জাদুঘর, শাহবাগ
আমারে তুমি অশেষ করেছ। চিত্রনায়িকা কবরীর চলচ্চিত্রজীবন ও রাজনৈতিক জীবনের স্থিরচিত্র ও বিভিন্ন ছবির গানের ভিডিও ক্লিপিংস নিয়ে প্রদর্শনী

চলবে ২ অক্টোবর পর্যন্ত।

গ্যালারি কায়া, উত্তরা
গৌতম চক্রবর্তীর চিত্রকলা প্রদর্শনী ‘আমি’।

চলবে ১১ অক্টোবর পর্যন্ত।

বেঙ্গল শিল্পালয়, ধানমন্ডি
এস এম সুলতানের প্রদর্শনী ‘অদেখা সুষমা’।

চলবে ১১ অক্টোবর পর্যন্ত।

গ্যালারি টোয়েন্টি ওয়ান, ধানমন্ডি
শাহাবুদ্দিন আহমেদের চিত্রকলা প্রদর্শনী ‘যোদ্ধা।

চলবে ১১ অক্টোবর পর্যন্ত।

বেঙ্গল আর্ট লাউঞ্জ, গুলশান এভিনিউ
ডাচ শিল্পী রিখটারের শিল্পকর্মের প্রদর্শনী ‘ইভাইটেশন টু দ্য ড্যান্স’।

চলবে ৯ অক্টোবর পর্যন্ত।

অ্যাথেনা গ্যালারি, বাড্ডা
ইউনিটি অব সোলস। নয়জন বাংলাদেশী আর আটজন পাকিস্তানী শিল্পীর চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী।

চলবে ২৬ অক্টোবর পর্যন্ত।

 

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*