চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক ও গণমাধ্যমকর্মী আশফাক মুনীর মিশুক স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) চলচ্চিত্র সংসদ দুই দিনব্যাপী স্মরণোৎসবের আয়োজন করেছে।
আর এ চলচ্চিত্র উৎসবের মিডিয়া পার্টনার দেশের শীর্ষ অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজ২৪.কম।
উৎসবের প্রথম দিন বুধবার উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, নাসিরউদ্দিন ইফসুফ বাচ্চু, জয়ন্ত চট্টপাধ্যায়, মোরশেদুল ইসলাম, ক্যাথরিন মাসুদ, শামীম আক্তার, রোকেয়া প্রাচী ও মুনি সাহা।
সভাপতিত্ব করবেন চলচ্চিত্র সংসদের মেন্টর জুনায়েদ আহমদ হালিম। উৎসবের দুইদিন সবার জন্য উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী করা হবে।
২৭ আগস্ট সকাল ১০টায় চলচ্চিত্র রানওয়ে, সকাল ১১.৩০ প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী অনুষ্ঠান, দুপুর ১২টায় আলোচনা সভা, দুপুর ২টায় চলচ্চিত্র ফেরা, দুপুর ২.৪৫ চলচ্চিত্র নারীর কথা।
২৮ আগস্ট সকাল ৯টায় চলচ্চিত্র মুক্তির গান, সকাল ১০.৩০ চলচ্চিত্র নরসুন্দর ও একুশ সকাল ১১টায় মাটির ময়না, দুপুর ১২.৪৫ মিনিটে অন্তর্যাত্রা, দুপুর ২.১৫ মিনিটে চলচ্চিত্র মুক্তির কথা।