এবারের ঈদেও থাকছে হুমায়ূন আহমেদের নাটক ও টেলিফিল্ম। প্রচার করবে চ্যানেল আই। ঈদের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে তৈরি নাটক ‘বিভ্রম’। পরিচালনায় মেহের আফরোজ শাওন। অভিনয়ে রিয়াজ, সোনিয়া হোসেন, মুনমুন আহমেদ, স্বাধীন খসরু প্রমুখ।
ঈদের তৃতীয় দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে টেলিফিল্ম ‘গোবর বাবু’। পরিচালনা জুয়েল রানা। অভিনয়ে আমিরুল হক চৌধুরী, রহমত আলী, ফারুক আহমেদ, সোহেল খান প্রমুখ।
