প্রচ্ছদ > বিনোদন > টিভি সূচি > টিভিতে ঈদের যত বিশেষ ধারাবাহিক
টিভিতে ঈদের যত বিশেষ ধারাবাহিক

টিভিতে ঈদের যত বিশেষ ধারাবাহিক

‘ঈদের বিশেষ ধারাবাহিক’ মানেই অন্যরকম মজা। তাই কয়েক পর্বের ধারাবাহিক এসব নাটক বেশ জনপ্রিয়। জেনে নিন কোন চ্যানেলে কোন ধারাবাহিক, চলবে কোন দিন পর্যন্ত-

 

ঈদের দিন থেকে শুরু

বাংলাভিশন
সিকান্দার বক্স এখন বান্দরবান [ষষ্ঠ দিন পর্যন্ত, সন্ধ্যা ৬টা ২৫ মিনিট] : রচনা ও পরিচালনা সাগর জাহান। অভিনয়ে মোশাররফ করিম, শখ, আরফান আহমেদ, সালাহউদ্দিন লাভলু, সাজু খাদেম, ফারুক আহমেদ প্রমুখ।

ফরমাল ইন প্লাস [ষষ্ঠ দিন পর্যন্ত, রাত ৯টা ৪০ মিনিট]: রচনা ও পরিচালনা মাসুদ সেজান। অভিনয়ে জাহিদ হাসান, নিপুণ প্রমুখ।

জামাই বন্দি [ষষ্ঠ দিন পর্যন্ত, রাত ১১টা ১০ মিনিট]: রচনা কাজী শাহীদুল ইসলাম, পরিচালনা সালাউদ্দিন লাভলু। অভিনয়ে মীর সাব্বির, প্রাণ রায়, মৌসুমী নাগ।

 
এনটিভি
ডেডলাইন [সপ্তম দিন পর্যন্ত, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট] : রচনা শফিকুর রহমান শান্তনু। পরিচালনা গোলাম সোহরাব দোদুল। অভিনয়ে সাদিয়া ইসলাম মৌ, রিচি, আবুল হায়াত, জয়রাজ, শ্যামল মাওলা।

উভচর [সপ্তম দিন পর্যন্ত, রাত ৯টা ৫৫ মিনিট] : রচনা ও পরিচালনা আলী ফিদা একরাম তোজো। অভিনয়ে সাজু খাদেম, ডা. এজাজ, শাহেদ আলী, ঊর্মিলা, হাসিন প্রমুখ।

 
আরটিভি
তারা ভণ্ড [ষষ্ঠ দিন পর্যন্ত, সন্ধ্যা ৭টা ২০ মিনিট] : ঈদের দিনের পর্ব ভণ্ড যুগল। রচনা হামেদ হাসান নোমান, পরিচালনা মিলন ভট্টাচার্য। অভিনয়ে আফরান নিশো, শখ প্রমুখ।

ঈদের দ্বিতীয় দিনের পর্ব ভণ্ড প্রেমিক। রচনা জাকির হোসেন উজ্জ্বল। পরিচালনা শামীম জামান। অভিনয়ে জাহিদ হাসান, বাঁধন, আ খ ম হাসান।

ঈদের তৃতীয় দিনের পর্ব ভণ্ডচক্র। রচনা হামেদ হাসান নোমান, পরিচালনা মিলন ভট্টাচার্য। অভিনয়ে মীর সাব্বির, মৌটুসী বিশ্বাস প্রমুখ।

লাঠিপাগল [ষষ্ঠ দিন পর্যন্ত, রাত ৮টা ৪০ মিনিট] : রচনা মাসুম রেজা, পরিচালনা সালাহউদ্দিন লাভলু।

 
মাছরাঙা
ভাই [ষষ্ঠ দিন পর্যন্ত, সন্ধ্যা ৬টা ১৫ মিনিট] : রচনা মাতিয়া বানু শুকু, পরিচালনা রুমান রুনি। অভিনয়ে সজল, অর্ষা, তারিক আনাম খান, মনিরা মিঠু প্রমুখ।

 
দেশ টিভি
ফিল্মি বাড়ি [সপ্তম দিন পর্যন্ত, সন্ধ্যা ৬টা] : রচনা ও পরিচালনা ফয়সাল রাজিব। অভিনয়ে জয়ন্ত চট্টোপাধ্যায়, শম্পা রেজা, প্রসূন আজাদ, ওবিদ রেহান প্রমুখ।

 
চ্যানেল নাইন
স্পাই এজেন্সি [ষষ্ঠ দিন পর্যন্ত, সন্ধ্যা ৬টা] : রচনা শাহ মো. নাঈমুল করিম। পরিচালনা শহিদ-উন-নবী। অভিনয়ে রিয়াজ, বিজরী বরকতউল্লাহ, সাজ্জাদ রেজা প্রমুখ।

 

একুশে টেলিভিশন
পেরেশান অব লাভ [ষষ্ঠ দিন পর্যন্ত, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট] : রচনা মোশারফ হোসেন। পরিচালনা রাকিব। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, সজল, ইশানা প্রমুখ।

নীল কষ্ট [ষষ্ঠ দিন পর্যন্ত, রাত ১১টা ২০ মিনিট] : রচনা মিলন আহমেদ। পরিচালনা বি ইউ শুভ। অভিনয়ে অপূর্ব, পপি প্রমুখ।

 
জিটিভি
মজনুরা [ষষ্ঠ দিন পর্যন্ত, বিকেল ৬টা ১০ মিনিট] : রচনা জাকির হোসেন উজ্জ্বল। পরিচালনা জাহিদ হাসান। অভিনয়ে জাহিদ হাসান, সাদিয়া ইসলাম মৌ, ইনামুল হক, আ খ ম হাসান, শশী প্রমুখ।

 
এসএ টিভি
নিয়ামত সাহেব ও তার বিবিগণ [ষষ্ঠ দিন পর্যন্ত, সন্ধ্যা ৭টা ৩৫ মিনিট] : পরিচালনা অনিরুদ্ধ রাসেল। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, শম্পা রেজা, ইন্তেখাব দিনার, অপর্ণা, ঊর্মিলা প্রমুখ।

ঘোড়ার চাল আড়াই প্যাঁচ [ষষ্ঠ দিন পর্যন্ত, রাত ১০টা ৩০ মিনিট] : রচনা ও পরিচালনা বদরুল আনাম সৌদ। অভিনয়ে সুবর্ণা মুস্তাফা, সানজিদা প্রীতি, সাজু খাদেম প্রমুখ।

 
এশিয়ান টিভি
শেষ প্রহর [সপ্তম দিন পর্যন্ত, সন্ধ্যা ৬টা] : পরিচালনা বদিউজ্জামান। অভিনয়ে বিদ্যা সিনহা মীম, সজল প্রমুখ।

ভেরিয়েশন অব লাভ [সপ্তম দিন পর্যন্ত, সন্ধ্যা ৭টা] : রচনা ও পরিচালনা বি ইউ শুভ। অভিনয়ে মোশাররফ করিম, অপূর্ব, নিশো, নাঈম, চৈতি, অর্ষা, জুঁই প্রমুখ।

স্ক্রুড্রাইভার [সপ্তম দিন পর্যন্ত, সন্ধ্যা ৭টা ৪০ মিনিট] : রচনা শফিকুর রহমান শান্তনু। পরিচালনা কমল চৌধুরী। অভিনয়ে মাসুদ আলী খান, বাঁধন, ফারিয়া, সোহান খান, নাঈম, জর্জ, মিশু প্রমুখ।

রিলেশন আজকাল [সপ্তম দিন পর্যন্ত, রাত ৮টা ২০ মিনিট] : রচনা ও পরিচালনা দ্বীন মোহাম্মদ মন্টু। অভিনয়ে অপূর্ব, নওশাবা, নিসা, বন্যা মির্জা প্রমুখ।

ট্রু লাভ [সপ্তম দিন পর্যন্ত, রাত ৯টা] : রচনা ও পরিচালনা কায়সার আহমেদ।

ওয়েলকাম [সপ্তম দিন পর্যন্ত, রাত ৯টা ৪০ মিনিট] : রচনা ও পরিচালনা নুজহাত আলভী আহমেদ। অভিনয়ে মেহজাবিন, মৌসুমী হামিদ, শ্যামল মাওলা, কল্যাণ প্রমুখ।

ডাবল বেকার [সপ্তম দিন পর্যন্ত, রাত ১০টা ২০ মিনিট] : রচনা ও পরিচালনা আহমেদ বশীর।

কাক কোকিল [সপ্তম দিন পর্যন্ত, রাত ১১টা] : রচনা ও পরিচালনা সাজ্জাদ হোসেন দোদুল।

 

 

ঈদের দ্বিতীয় দিন থেকে শুরু

এটিএন বাংলা
মেঘ বালিকা [ষষ্ঠ দিন পর্যন্ত, রাত ১০টা ৪০ মিনিট] : রচনা ও পরিচালনা মোহন খান।

 

 

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*