প্রচ্ছদ > বিনোদন > আনন্দালোকে > পঞ্চম ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’ নভেম্বরে
পঞ্চম ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’ নভেম্বরে

পঞ্চম ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’ নভেম্বরে

‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’ এর পঞ্চম আসর বসছে নভেম্বরে। ১৪ থেকে ১৬ নভেম্বর এই তিন দিন আর্মি স্টেডিয়ামে বসছে এই আন্তর্জাতিক আসর। লোকসংগীতের এ মহাযজ্ঞ সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে। দর্শকরা উপভোগ করবেন দেশ-বিদেশের সেরা লোকসংগীত শিল্পীদের শেকড় সন্ধানী গান। এটিই এশিয়ার সবচেয়ে বড়ো লোকসংগীতের অনুষ্ঠান।গত চার বছর সংগীতপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’।

এবারের আসরে বাংলাদেশসহ বিশ্বের ছয়টি দেশ থেকে ২০০ জনের বেশি লোকশিল্পী ও কলাকুশলী জড়ো হচ্ছেন একই মঞ্চে। উল্লেখযোগ্য শিল্পীরা হলেন বাংলাদেশের শাহ্ আলম সরকার, মালেক কাওয়াল, কাজল দেওয়ান, ফকির শাহাবুদ্দিন, চন্দনা মজুমদার, বাউলিয়ানার কামরুজ্জামান রাব্বি ও শফিকুল ইসলাম, প্রেমা ও ভাবনা নৃত্যদল; ভারতের দালের মেহেন্দি, পাকিস্তানের জুনুন ও হিনা নাসরুল্লাহ্, রাশিয়ার সাত্তুমা, জর্জিয়ার শেভেনেবুরেবি এবং মালি থেকে হাবিব কইটে অ্যান্ড বামাদা।

প্রতিবারের মতো এবারও দর্শকরা বিনামূল্যে শুধু অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারবেন। রেজিস্ট্রেশন চলবে ৬ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত। এজন্য দর্শকদের dhakainternationalfolkfest.com ওয়েবসাইটটিতে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

রেজিস্ট্রেশনের জন্য পাসপোর্ট সাইজ ছবি এবং জাতীয় পরিচয়পত্র/ ড্রাইভিং লাইসেন্স/ পাসপোর্টের স্ক্যান কপি প্রয়োজন হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে দর্শকের ই-মেইলে পৌঁছে যাবে তিন দিনের তিনটি ভিন্ন ভিন্ন এন্ট্রি পাশ। উত্সবস্থলের প্রবেশপথে প্রতিদিন প্রিন্টকৃত এন্ট্রি পাশটি দেখিয়ে প্রবেশ করতে হবে।

‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’ আয়োজনের প্রতিদিনের আপডেট পাওয়া যাবে ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্টের ওয়েবসাইট এবং ফেসবুক পেইজে। এছাড়া রেজিস্ট্রেশন সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য কল করা যাবে ১৬৩৭৪ নম্বরে। অনুষ্ঠানটি টেলিভিশনে সরাসরি সম্প্রচারের দায়িত্বে থাকবে মাছরাঙা টেলিভিশন।

Comments

comments

Comments are closed.