প্রচ্ছদ > বিনোদন > আনন্দালোকে > নবম ঢাকা লিট ফেস্ট শুরু ৭ নভেম্বর
নবম ঢাকা লিট ফেস্ট শুরু ৭ নভেম্বর

নবম ঢাকা লিট ফেস্ট শুরু ৭ নভেম্বর

বাংলাদেশকে তথা বাংলা ভাষা ও তার সাহিত্যকে বিশ্বের মঞ্চে তুলে ধরার প্রত্যয় নিয়ে শুরু হতে যাচ্ছে ঢাকা লিটারারি ফেস্টিভ্যাল। ৭ নভেম্বর বাংলা একাডেমি প্রাঙ্গণে নবমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এ উৎসব শুরু হবে।

দেশি-বিদেশি সাহিত্য অঙ্গনের রথী-মহারথীদের মিলনমেলা বসবে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ কথা জানান ঢাকা লিট ফেস্টের আয়োজকরা।

আয়োজকরা আরও জানান, ৭-৯ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এ সাহিত্য উৎসবে পাঁচটি মহাদেশের ১৮টি দেশ থেকে শতাধিক বিদেশি এবং দুই শতাধিক বাংলাদেশি সাহিত্যিক, লেখক, গবেষক, সাংবাদিক, রাজনীতিক অংশ নিচ্ছেন। দেশি-বিদেশি অতিথিদের সঙ্গে সরাসরি সাহিত্যসহ সমাজের বিভিন্ন প্রসঙ্গে নিয়ে আলোচনা-পর্যালোচনার সুযোগ থাকছে জনসাধারণের জন্য।

তিন দিনের এ আয়োজনে আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত বুকারপ্রাপ্ত ব্রিটিশ লেখক মনিকা আলী, ভারতীয় রাজনীতিক শশী থারুর, কথাসাহিত্যিক উইলিয়াম ডালরিম্পল প্রমুখ। দুই বাংলার জনপ্রিয় বাংলাভাষী লেখক শংকর আসছেন এবারের উৎসবে।

সঙ্গে থাকছেন বাংলাদেশের কথাসাহিত্যিক শাহীন আখতার, সৈয়দ মনজুরুল ইসলাম, আসাদ চৌধুরী, রুবী রহমান, সেলিনা হোসেন প্রমুখ। সাদাফ আরও বলেন, শুধুই যে লিট ফেস্টের ৯০টির বেশি সেশন অনুষ্ঠিত হবে তা নয়, এখানে রয়েছে বইয়ের সমারোহ, দেশীয় ঐতিহ্যকে তুলে ধরার উন্মুক্ত মঞ্চ। বই প্রকাশ এবং বইয়ের মোড়ক উন্মোচনও অনুষ্ঠিত হবে এই আয়োজনে।

লোকশিল্পীদের উপস্থিতিও থাকবে এই আয়োজনে, থাকছেন শিল্পী চন্দনা, মাইজভাণ্ডারী শিল্পীগোষ্ঠী। আমাদের একমাত্র উদ্দেশ্য বাংলাদেশের অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র ও সাহিত্য বিশ্বের কাছে তুলে ধরা।

এই উৎসবের দ্বিতীয় দিনে প্রদর্শিত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর নির্মিত ডকুফিল্ম ‘হাসিনা : অ্যা ডটার্স টেল’।

রেজিস্ট্রেশন করতে ক্লিক করতে হবে এই ঠিকানায় : www.dhakalitfest. com/register. তবে বিশেষ এ আয়োজনে অংশ নিতে যাওয়া বিশেষ বক্তাদের সম্পর্কে জানতে ক্লিক করতে হবে www. dhakalitfest. com/ 2019 এ ঠিকানায়।

Comments

comments

Comments are closed.