গোটা দেশেই বিশ্বকাপের ডামাডোল। পছন্দের খেলোয়াড় আর দল নিয়েও ভক্তদের মধ্যে উত্তেজনা। যার ছোঁয়া লেগেছে আমাদের ফ্যাশন হাউসেও। জার্সি তো অনেকেই পরছে। আপনি চাইলে বেছে নিতে পারেন একটু আলাদা কিছু। সেটা হতে পারে বিশ্বকাপের ছোঁয়া লাগা টি-শার্ট। ফ্যাশন হাউস ওটুর স্বত্বাধিকারী জাফর ইকবাল বলেন, ‘ফুটবল বিশ্বকাপ নিয়ে সকলের মধ্যেই কমবেশি উত্তেজনা দেখা যায়। আর এসব ভক্তের কথা মাথায় রেখেই আমরা আমাদের সংগ্রহ সাজিয়েছি নতুন করে। ব্রাজিলে যখন খেলা চলবে, আমাদের দেশে তখন অনেক রাত। তাই এই সময়ে টি-শার্টেই মিলবে স্বস্তি। এ ছাড়া জার্সির বদলে টি-শার্ট পরলে সেটা সহজেই ক্যাম্পাসে বা বাইরে চলাফেরার জন্য ফ্যাশনেবল হবে।’
বিশ্বকাপ উপলক্ষে গোল গলা থেকে কলারওয়ালা দুই ধরনের টি-শার্টই পাওয়া যাচ্ছে বাজারে। সময়টা যেহেতু গরম, তাই কাপড়ের ক্ষেত্রে বেছে নেওয়া হয়েছে সুতি।
যেমনটা পাওয়া যাচ্ছে
গোল গলা টি-শার্টের মধ্যে আছে নানা রকম স্টাইল। সরাসরি পছন্দের দেশের পতাকার রং ব্যবহার না করে অন্য রঙে বানানো হয়েছে অনেক টি-শার্ট। তবে সেখানে আছে নিজের দলটির বিশেষ উপস্থিতি। ফ্যাশন হাউস ব্যাং-এর স্বত্বাধিকারী ও ডিজাইনার সায়েম হাসান বলেন, ‘কোনো টি-শার্টের সামনে হয়তো চারটি প্রথম সারির দলের নাম লিখে একটিতে টিক চিহ্ন দেওয়া আছে। আবার পুরো টি-শার্ট জুড়ে এবারের ফুটবল (ব্রাজুকা) প্রিন্ট করা হয়েছে। তবে সময়টা মাথায় রেখেই টি-শার্টের কাপড়ে ব্যবহার করা হয়েছে আরামদায়ক উপকরণ।’
এ ছাড়া বিশ্বকাপে অংশ নেওয়া ৩২টি দলের নাম ব্যবহার করে টি-শার্টের সামনের দিকে দেওয়া হয়েছে বিশ্বকাপ ট্রফির আদল। কলারযুক্ত হাফ হাতার টি-শার্টেও আছে নানা রঙের খেলা। বিভিন্ন দেশের পতাকার রং দিয়ে কলার বা হাতায় আনা হয়েছে নতুনত্ব। অনেক টি-শার্টে আবার তারকা খেলোয়াড়দের নাম বা জার্সি নম্বর প্রিন্ট করা আছে।
দরদাম
বিশ্বকাপ উপলক্ষে তৈরি টি-শার্টগুলোর মূল্য নির্ধারণ হয়েছে এর মানের ওপর নির্ভর করে। বিভিন্ন ফ্যাশন হাউসের গোল গলা টি-শার্ট কিনতে গেলে দাম পড়বে ৪৫০ থেকে ৬০০ টাকা। আর কলারওয়ালা টি-শার্টের দাম পড়বে ৫৫০ থেকে ৮০০ টাকা। এ ছাড়া সাধারণ দোকানে টি-শার্ট কিনতে চাইলে দাম পড়বে ২৫০ থেকে ৩৫০ টাকার মধ্যে। তবে সাধারণ টি-শার্ট কিনতে চাইলে রং ও কাপড়ের কোয়ালিটি হবে দামের মতোই সাধারণ।
যেখানে কিনতে পারেন
বিভিন্ন ফ্যাশন হাউস বিশ্বকাপ উপলক্ষে বিশেষ টি-শার্ট বাজারে এনেছে। ওটু, ব্যাং, কটন পয়েন্ট, রাজ ফ্যাশন ছাড়াও রাজধানীর আজিজ সুপার মার্কেট, বদরুদ্দোজা সুপার মার্কেট, বসুন্ধরা সিটি, রাপা প্লাজা, প্রিন্স বাজারে মিলবে এসব টি-শার্ট। এ ছাড়া বিভিন্ন এলাকার ফুটপাতে কিনতে পারেন সাধারণ টি-শার্ট।
#
, প্রথম আলো