আরমানি, পোলোই আমাকে টানে বেশি
কুমার বিশ্বজিৎ, গায়ক
প্রিয় পোশাক
সব সময় টি-শার্ট আর জিনস। সময়, আবহাওয়া, উপলক্ষ, তাপমাত্রা- সব কিছু বিবেচনা করে পোশাক পছন্দ করি। বিশেষ দিনে পাঞ্জাবি পরি। সঙ্গে সব সময়ের জিন্স।
অনুষঙ্গ
আমার মা অনেক আগে গলায় একটা চেইন পরিয়ে দিয়েছিলেন। চেইনটা সব সময় গলায় থাকে। এ ছাড়া হাতে আংটি, এক হাতে চুড়িটা থাকেই।
চুলের যত্ন
সে রকম কোনো যত্ন নিই না। সেলুনে গিয়ে চুল কাটাই। শ্যাম্পু করি। চুল সব সময় মাঝারি মাপের রাখি।
সুগন্ধি
সুগন্ধির ব্যাপারে এক ধরনের ভালো লাগা আছে। হালকা সুগন্ধি বেশি ব্যবহার করি। আরমানি, পোলোই টানে বেশি।
অবসর
অবসরটা আবার কী জিনিস!
পরিবার
আমার কাছে পরিবার মানে মা, বাবা, বউ, সন্তান, কাজের বুয়া, ড্রাইভার সবার হাসি মুখ। সুখ-দুঃখগুলোকে সবাই একসঙ্গে ভাগাভাগি করে নেওয়া।