প্রচ্ছদ > ফ্যাশন > স্টারদের স্টাইল > আইয়ুব বাচ্চু, জনপ্রিয় সঙ্গীতশিল্পী
আইয়ুব বাচ্চু, জনপ্রিয় সঙ্গীতশিল্পী

আইয়ুব বাচ্চু, জনপ্রিয় সঙ্গীতশিল্পী

‘টি-শার্টে নিজেকে বেশ তরুণ মনে হয়’
আইয়ুব বাচ্চু, জনপ্রিয় সঙ্গীতশিল্পী

আইয়ুব বাচ্চু টি-শার্টের প্রতি ভীষণ দুর্বল। অভ্যাসটা ছোটবেলা থেকেই। শৈশবে ঈদ কিংবা পালা-পার্বণে টি-শার্ট থাকত পছন্দের শীর্ষে। মা-বাবার কাছে প্রথম আবদারই থাকত টি-শার্ট কেনা নিয়ে। সেই থেকে এখনো এই পোশাকটির প্রতি ভালোলাগা অটল। বলেন, ‘টি-শার্ট আমার শরীরেরই একটা অংশ হয়ে গেছে। অন্য কোনো কাপড় পরে আরাম পাই না। তা ছাড়া টি-শার্টে নিজেকে বেশ তরুণ মনে হয়।’
তাঁর বাসায় আলমারিজুড়ে শুধু টি-শার্ট আর টি-শার্ট। হাজারখানেকের কম হবে না। মজার ব্যাপার হলো, অধিকাংশ টি-শার্টের রংই কালো।
আইয়ুব বাচ্চুর সবচেয়ে পছন্দের রং কালো। তিনি বলেন, ‘কালো হলো জগতের ভালো। তা ছাড়া কালো রঙের পোশাকে আমাকে ভালো মানায়।’
য় দিন পরপরই পছন্দের পোশাক কিনতে ঢুঁ মারেন দেশ-বিদেশের বিভিন্ন শোরুমে শুধু টি-শার্ট নয়, হ্যাট, জিন্স প্যান্ট ও কনভার্স_সব কিছুতেই আছে তাঁর নিজস্ব পছন্দ। গানের কারণে নিউইয়র্ক গেলে ‘কেঙ্গল’র হ্যাট আনতে ভোলেন না। কনসার্ট ছাড়া ঘরেও তিনি টি-শার্ট পরেন।

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*