প্রচ্ছদ > ফ্যাশন > স্টারদের স্টাইল > বিন্দু, অভিনেত্রী
বিন্দু, অভিনেত্রী

বিন্দু, অভিনেত্রী

স্লিভলেস ব্লাউজ পরতে পছন্দ করি
বিন্দু, অভিনেত্রী

পোশাক
যে পোশাক আমার জন্য মানানসই সে ধরনের পোশাক পরতে চেষ্টা করি। কোনো পোশাক পছন্দ হলেও যদি পরার পর আমাকে ভালো না দেখায় তবে সে পোশাকটি আমি কখনোই পরি না। সময় ও অনুষ্ঠান বুঝে শাড়ি, সালোয়ার কামিজ, ওয়েস্টার্ন সব ধরনের পোশাকই পরি। কালো, সাদা পার্পেল, মেজেন্টা ভালো লাগে। শাড়ির ক্ষেত্রে লেইসের, শিপনের, সিল্ক, টিস্যু, নেটের শাড়িগুলো মূলত অকেশনে বেশি পরি। শাড়ির সঙ্গে কখনো স্লিভলেস ব্লাউজ আবার কখনো থ্রি-কোয়ার্টার হাতার ব্লাউজও পরি। মূলত শাড়ির ওপরই নির্ভর করে। তবে স্লিভলেস ব্লাউজ পরতে বেশি পছন্দ করি। ফতুয়া বা টপস পরলে স্কার্ফ পরি। সাধারণত বাইরে ঘোরাঘুরি, কেনাকাটা বা দূরের জার্নিতে জিন্স-ফতুয়া টপসই বেশি পরা হয়।
আনুষঙ্গিক
শাড়িতে উঁচু হিলের জুতা পরি। তা ছাড়া সালোয়ার-কামিজের সঙ্গে স্লিপার থাকে। ওয়েস্টার্নের সঙ্গে হালকা হিলের সু অথবা স্নিকার, স্লিপার পরি। এ ক্ষেত্রে বড় সাইজের ব্যাগকে প্রাধান্য দেই। তবে শাড়ির সঙ্গে পার্স নিতেই ভালো লাগে। এ ছাড়াও পোশাকের সঙ্গে স্টাইলিশ ঘড়ি, ব্রেসলেট, রোদে বের হলে সানগ্লাস থাকে।
সাজগোজ-রূপচর্চা
রাত বা দিনের অনুষ্ঠান বুঝেই সে অনুযায়ী মেকআপ নিই। বেশির ভাগ ক্ষেত্রে চুল খোলা রাখতেই পছন্দ করি। শাড়ি পরলে হাতে অনেক চুড়ি পরি, কানে ঝুমকা থাকে। তবে সালোয়ার-কামিজ বা ওয়েস্টার্ন পোশাকে সিম্পল থাকি। গহনা এড়িয়ে চলি। সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকি। শুটিং থেকে ফিরে ত্বকের যত্ন নিই। পেডিকিওর, মেনিকিউর, ফেসিয়াল চুলে হারবাল ম্যাসাজ করার চেষ্টা করি। সব সময়ই পানি, সালাদ ও ফল খাই।
অবসর
পরিবারের সদস্য এবং কাছের বন্ধুবান্ধবদের সঙ্গে কাটাই, গান শুনি, টিভি দেখি এবং ফেসবুকে আড্ডা দিই।

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*