ওয়ালটন ব্র্যান্ডের পণ্য সর্বোচ্চ ২৫ কিস্তিতে বিক্রির ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। এর আগে এই সুবিধাটি ছিল সর্বোচ্চ ১৮ কিস্তির। ৩ ফেব্রুয়ারি থেকে সারা দেশে ওয়ালটনের সব প্লাজায় পণ্য কেনার ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাচ্ছে।
মতিঝিলের প্রিন্টার্স বিল্ডিং মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেয় ওয়ালটন কর্তৃপক্ষ। এতে উপস্থিত ছিলেন ওয়ালটনের প্লাজা সেলস অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের নির্বাহী পরিচালক ইভা রিজওয়ানাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
