প্রচ্ছদ > অর্থ-বাণিজ্য > ফার্নিচার মেলা শুরু ২৩ মার্চ
ফার্নিচার মেলা শুরু ২৩ মার্চ

ফার্নিচার মেলা শুরু ২৩ মার্চ

তিন দিনব্যাপী বাংলাদেশ ফার্নিচার এবং ইন্টেরিয়র ডেকর (বিএফআইডি) এক্সপো-২০১৪ শুরু হচ্ছে ২৩ মার্চ রোববার। বাংলাদেশ জুট ডাইভার্সিফিকেশন সেন্টারের সহযোগিতায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএফআইডি এক্সপো চলবে ২৫ মার্চ পর্যন্ত।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), বাংলাদেশ ফার্নিচার রপ্তানিকারক সমিতি, বাংলাক্রাফট, বাংলাদেশ জুট ডাইভার্সিফাইড প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করছে।
আয়োজকরা জানান, মেলার মূল উদ্দেশ্যে ছিল ফার্নিচার ও ফার্নিচার সংশ্লিষ্ট খাতগুলোকে বিদেশি ক্রেতার কাছে তুলে ধরা এবং এ খাতে আরো কর্মসংস্থান সৃষ্টি করা। এছাড়া কিছুসংখ্যক নির্দিষ্ট পণ্যের পণ্যের ওপর রফতানি নির্ভরতা দুরীকরণের মাধ্যমে সার্বিক অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা পালন করা।
ফার্নিচার ও ফার্নিচার সংশ্লিষ্ট খাতের ৫০টি প্রতিষ্ঠান এক্সপোতে অংশগ্রহণ করে এবং দেশি-বিদেশি ক্রেতাদের মধ্যে এটি বেশ সাড়া ফেলে বলে আয়োজকরা জানান।

Comments

comments

Comments are closed.