কেন্দ্রীয় ব্যাংক ও রাষ্ট্রীয় মালিকানার ব্যাংকগুলোর জন্য আলাদা বেতন কাঠামো শিগগির বাস্তবায়ন করা হবে বলে আবারও জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেন, এ বিষয়ে সব কাজ গুছিয়ে আনা হয়েছে। এসব ব্যাংকের জন্য একটা নিয়োগবিধিও চূড়ান্ত করা হচ্ছে।
গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
