প্রচ্ছদ > অর্থ-বাণিজ্য > এসএমই মেলা ৪-৮ এপ্রিল
এসএমই মেলা ৪-৮ এপ্রিল

এসএমই মেলা ৪-৮ এপ্রিল

আগামী ৪-৮ এপ্রিল শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী ‘জাতীয় এসএমই মেলা-২০১৪’। এসএমই ফাউন্ডেশন এ মেলার আয়োজন করছে। বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
মেলায় ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও প্রত্যন্ত অঞ্চল থেকে আসা এসএমই প্রতিষ্ঠানের ১০০টি স্টল অংশ নেবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাজার সম্প্রসারণ, এসএমইদের পারষ্পরিক সম্পর্ক উন্নয়ন, যোগাযোগ, সেতুবন্ধন তৈরিতে সহায়তা, ভোক্তা ও উদ্যোক্তাদের মাঝে সংযোগ স্থাপনই মেলা আয়োজনের উদ্দেশ্য বলে আয়োজকেরা জানিয়েছেন।

Comments

comments

Comments are closed.