ভোটকেন্দ্র দখল, কারচুপি, জালভোট দেওয়া, পুনরায় নির্বাচন দাবি, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার আট জেলার ১১ উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে।
এর মধ্যে চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও সিরাজগঞ্জের শাহজাদপুরে আধাবেলা হরতাল পালন করা হবে।
উপজেলাগুলো হলো- নারায়ণগঞ্জের আড়াইহাজার, চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা, সাতক্ষীরা সদর, তালা,দেবহাটা,বরগুনা সদর, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, রাঙামাটি সদর ও সিরাজগঞ্জের শাহজাদপুর ও ফেনীর ছাগলনাইয়া উপজেলা। এসব উপজেলায় হরতালের ডাক দিয়েছে বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগ।