প্রচ্ছদ > অর্থ-বাণিজ্য > গঠন করা হচ্ছে পল্লী সঞ্চয় ব্যাংক
গঠন করা হচ্ছে পল্লী সঞ্চয় ব্যাংক

গঠন করা হচ্ছে পল্লী সঞ্চয় ব্যাংক

গ্রামের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সঞ্চয় ও লেনদেন, ঋণ এবং বিনিয়োগের জন্য পল্লী সঞ্চয় ব্যাংক গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ সংক্রান্ত একটি বিল সোমবার জাতীয় সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিলটি উত্থাপনকালে মন্ত্রী বলেন, যত দ্রুত সম্ভব বিলটি পাস করে একটি পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠা করা হবে।
বিল উত্থাপনের পর পরীক্ষা-নিরীক্ষা করে ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বিলে বলা হয়, ব্যাংকের অনুমোদিত মূলধন হবে এক হাজার কোটি টাকা। অনুমোদিত মূলধন প্রতিটি একশ’ টাকার ১০ কোটি সাধারণ শেয়ারে সমভাবে বিভক্ত হবে। ব্যাংক সরকারের অনুমোদনক্রমে সময়ে সময়ে মূলধন বৃদ্ধি করতে পারবে।
এতে আরও বলা হয়েছে, ব্যাংকের পরিশোধিত শেয়ার মূলধন হবে দুইশ’ কোটি টাকা, যার ৫১ ভাগ সরকার এবং ৪৯ ভাগ সমিতি কর্তৃক পরিশোধ করা হবে। ঋণ গহীতা শেয়ার হোল্ডার তার শেয়ার সমশ্রেণীর অপর ঋণগ্রহীতার কাছে হস্তান্তর করতে পারবেন।
ব্যাংক পরিচালনায় একটি পরিচালনা বোর্ড থাকবে। জনস্বার্থের প্রতি যথাযথ গুরুত্ব দিয়ে ব্যাংক সিদ্ধান্ত নেবে। আইন পাস হওয়ার পর সরকারি গেজেট প্রকাশ এবং যত দ্রুত সম্ভব পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠা করা হবে।
বিলের উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে, ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প গ্রামাঞ্চলের মানুষের দক্ষতা বৃদ্ধিসহ নারীর ক্ষমতায়ন এবং আর্থ-সামাজিক উন্নয়নের জন্য গ্রাম সংগঠন সৃজন, তাদের প্রশিক্ষণ দান, তহবিলের যোগান এবং ঋণদানের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। এ কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপদান এবং তাদের সঞ্চয় ও অর্জিত অর্থ লেনদেন ও রক্ষণাবেক্ষণে পল্লী সঞ্চয় ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

Comments

comments

Comments are closed.