প্রচ্ছদ > অর্থ-বাণিজ্য > ঢাকায় ফার্নিচার মেলা শুরু
ঢাকায় ফার্নিচার মেলা শুরু

ঢাকায় ফার্নিচার মেলা শুরু

বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে চলছে পাঁচ দিনব্যাপী জাতীয় ফার্নিচার মেলা। ‘আমার দেশ আমার আশা, দেশীয় ফার্নিচারে সাজাব বাসা’ শ্লোগান নিয়ে বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি আয়োজিত এ আসবাবপত্রের মেলায় অংশ নিচ্ছে দেশের ৫৫টি ফার্নিচার উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান। পাঁচ দিনব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
মঙ্গলবার মেলার উদ্বোধন করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ।
অনষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির সভাপতি সেলিম এইচ রহমান। তিনি বলেন, ‌“জাতীয় ফার্নিচার মেলার প্রধান উদ্দেশ্য দেশীয় ফার্নিচারের প্রচার এবং দেশি ও বিদেশি ক্রেতাদের ফার্নিচার পণ্যের গুণগত মান ও এর আর্ন্তজাতিক মান সম্পর্কে অবহিত করা।”

Comments

comments

Comments are closed.