প্রচ্ছদ > অর্থ-বাণিজ্য > ১০ শতাংশ লভ্যাংশ দেবে শাহজালাল ব্যাংক ও সিটি ইনস্যুরেন্স
১০ শতাংশ লভ্যাংশ দেবে শাহজালাল ব্যাংক ও সিটি ইনস্যুরেন্স

১০ শতাংশ লভ্যাংশ দেবে শাহজালাল ব্যাংক ও সিটি ইনস্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড ও বিমা খাতের কোম্পানি সিটি জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠান দুটো ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ দেবে।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৯ জুন অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ৮ মে।
এদিকে ২০১২ অর্থবছরের চেয়ে ২০১৩ অর্থবছরে শাহজালাল ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি আয় বা ইপিএস কমেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের কনসোলিডেটেড ইপিএস হয়েছে এক টাকা ৯৬ পয়সা, যা আগের বছরের চেয়ে এক টাকা ১৭ পয়সা কম। ২০১২ সালে প্রতিষ্ঠানটির কনসোলিডেটেড ইপিএস হয়েছিল তিন টাকা ১৬ পয়সা।
ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে আরো বলা হয়, সিটি জেনারেল ইনস্যুরেন্সের পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৪ জুন অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ২৯ এপ্রিল।
এদিকে ২০১২ অর্থবছরের চেয়ে ২০১৩ অর্থবছরে সিটি জেনারেল ইনস্যুরেন্সের শেয়ারপ্রতি আয় বা ইপিএস সামান্য কমেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের ইপিএস হয়েছে এক টাকা ৭৩ পয়সা, যা আগের বছরের চেয়ে আট পয়সা কম। ২০১২ সালে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছিল এক টাকা ৮১ পয়সা।

Comments

comments

Comments are closed.