সপ্তাহের প্রথম দিনে দেশের দুই পুঁজিবাজারে লেনদেন কমেছে। রোববার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক প্রায় ৬ পয়েন্ট কমে ৪ হাজার ৩৭৮ পয়েন্ট হয়েছে। এদিন হাতবদল হয় প্রায় ১৮৩ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ৭৬ কোটি টাকা কম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দিন শেষে সিএসই সূচক প্রায় ৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৩৮ পয়েন্ট হয়েছে। লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৫ কোটি টাকা কমে ১৫ কোটি টাকায় দাঁড়িয়েছে।
রোববার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১২০টির দাম বেড়েছে, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির দাম।
ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ২ পয়েন্ট কমে এক হাজার ৫৮৭ পয়েন্ট হয়েছে