পথশিশু ও কর্মজীবী শিশুদের জন্য ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা রাখবে দেশে কার্যরত সবগুলো বাণিজ্যিক ব্যাংক। আর্থিক অন্তর্ভুক্তিমূলক কর্মসূচির আওতায় বাণিজ্যিক ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের নির্দেশে এ হিসাব পরিচালনা করবে। এরই ধারাবাহিকতায় দেশে প্রথমবারের মতো ৩০০ পথশিশুকে ব্যাংক হিসাবের আওতায় নিয়ে আসা হবে। ১০টি ব্যাংক প্রাথমিকভাবে এই তিন শ পথশিশুর ব্যাংক হিসাব খুলবে।
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র এ এফ এম আসাদুজ্জামান তথ্যটির সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সকাল সাড়ে ৯টায় পথশিশুদের হিসাব খোলার আনুষ্ঠানিক কার্যক্রম উপলক্ষে বাংলা একাডেমিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করবেন। ৮টি বেসরকারি সংস্থার (এনজিও) মাধ্যমে এ সব পথশিশুদের হিসাব খোলা হবে।
জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেন, গত পাঁচটি বছর আমি ব্যাংকিং খাতকে মানবিক করতে চেষ্টা করেছি। সেবাবঞ্চিত মানুষদের আর্থিক সেবায় নিয়ে আসার চেষ্টা করেছি। ফলে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হয়েছে। আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমে আমরা এগিয়ে যাচ্ছি।
তিনি বলেন, আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমের আওতায় কৃষক, সামাজিক নিরপত্তা কর্মসূচির সুবিধাভোগী, পাদুকা শিল্পে নিয়োজিত শ্রমিক এবং তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য সহজেই ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা করা হয়েছে।