প্রচ্ছদ > অর্থ-বাণিজ্য > এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু ১৮ জুন
এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু ১৮ জুন

এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু ১৮ জুন

নিত্য-প্রয়োজনীয় ও ভোগ্য পণ্য নিয়ে আগামী ১৮ জুন শুরু হচ্ছে ৫ দিনব্যাপী এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৮ম বারের মতো বসছে এ মেলা।
প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে। এবারের মেলায় ভারত, পাকিস্তান, জাপান, চায়না, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিশ্বের ১০টি দেশের প্রায় ১০০ টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেওয়ার কথা রয়েছে।
আয়োজকরা জানান, মেলায় বৈদ্যুতিক, যোগাযোগ প্রযুক্তি, খাদ্য ও পানীয়, স্বাস্থ্য সেবা সংশ্লিষ্ট পণ্য, প্রসাধন সামগ্রীসহ বিভিন্ন ধরণের পণ্য প্রদর্শন করা হবে।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সেমস বাংলাদেশ গ্লোবালের গ্রুপ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সেমস’র ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন ইসলাম বলেন, ‌’কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লি. ইউএসএ (সেমস গ্লোবাল-ইউএসএ) ও সেমস বাংলাদেশের সহযোগিতায় এ মেলা আয়োজন করা হবে।’

Comments

comments

Comments are closed.