প্রচ্ছদ > অর্থ-বাণিজ্য > এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু
এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু

এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু

নিত্য প্রয়োজনীয় এবং ভোগ্য পণ্য নিয়ে রাজধানীতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ১০টি দেশ থেকে একশটিরও বেশি প্রতিষ্ঠান এ প্রদর্শনীতে অংশ নিয়ে বিভিন্ন পণ্য ও সেবা প্রদর্শন করছে। এরমধ্যে ইলেকট্রনিক, যোগাযোগ প্রযুক্তি, খাদ্য ও পানীয়, স্বাস্থ্য সেবা, প্রসাধন, গৃহসামগ্রী, কারু ও হস্তশিল্প পণ্য ও সেবা উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে। অষ্টমবারের মতো আয়োজিত এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২২ জুন পর্যন্ত চলবে, যা প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৯ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।
আজ মেলা শুরুর আগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক প্রতিষ্ঠান সেমস্ বাংলাদেশের সভাপতি ও গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন ইসলাম জানান, এই প্রদর্শনী এশিয়ার দেশগুলোর প্রয়োজনীয় পণ্য ও সেবা প্রদর্শন করছে। এশিয়ার দেশগুলোকে একত্রিত করে একই ছাদের নিচে এনে এশিয়ার  সব জাতির মধ্যে বাণিজ্যিক ও পারস্পিক সম্পর্ক সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Comments

comments

Comments are closed.