নিত্য প্রয়োজনীয় এবং ভোগ্য পণ্য নিয়ে রাজধানীতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ১০টি দেশ থেকে একশটিরও বেশি প্রতিষ্ঠান এ প্রদর্শনীতে অংশ নিয়ে বিভিন্ন পণ্য ও সেবা প্রদর্শন করছে। এরমধ্যে ইলেকট্রনিক, যোগাযোগ প্রযুক্তি, খাদ্য ও পানীয়, স্বাস্থ্য সেবা, প্রসাধন, গৃহসামগ্রী, কারু ও হস্তশিল্প পণ্য ও সেবা উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে। অষ্টমবারের মতো আয়োজিত এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২২ জুন পর্যন্ত চলবে, যা প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৯ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।
আজ মেলা শুরুর আগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক প্রতিষ্ঠান সেমস্ বাংলাদেশের সভাপতি ও গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন ইসলাম জানান, এই প্রদর্শনী এশিয়ার দেশগুলোর প্রয়োজনীয় পণ্য ও সেবা প্রদর্শন করছে। এশিয়ার দেশগুলোকে একত্রিত করে একই ছাদের নিচে এনে এশিয়ার সব জাতির মধ্যে বাণিজ্যিক ও পারস্পিক সম্পর্ক সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
