ইসলামী ব্যাংকের মোবাইল ব্যাংকিং ‘এম ক্যাশ’-এর সেবা এখন গ্রামীণফোনের মোবিক্যাশের মাধ্যমেও পাওয়া যাবে। দুই প্রতিষ্ঠানের মধ্যে এ নিয়ে এক সেবা চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে ইসলামী ব্যাংকের এম ক্যাশের গ্রাহক দেশব্যাপি বিস্তৃত গ্রামীণফোন ও মোবিক্যাশের সুবিধা উপভোগ করতে পারবেন।
রাজধানীর এক হোটেলে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এ সেবার উদ্বোধন করা হয়। ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান ও গ্রামীণফোনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেন বোঙ্ক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে গ্রামীণফোনের হেড অব ফিন্যান্সিয়্যাল সার্ভিসেস দেলোয়ার হোসেন আজাদ এবং ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহা. শামসুল হক, মোহাম্মদ আবুল বাশার, মো. হাবিবুর রহমান ভূঁইয়া, এফসিএ, একেএম আবদুল মালেক চৌধুরী ও নুরুল ইসলাম খলিফাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ আবদুল মান্নান বলেন, ‘সর্ববৃহৎ মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোনের সঙ্গে ইসলামী ব্যাংকের এম ক্যাশ সেবা চুক্তির মাধ্যমে বাংলাদেশে আর্থিক অন্তর্ভূক্তির ক্ষেত্র আরো সহজ ও প্রসারিত হবে।’
ইসলামী ব্যাংকের এই শীর্ষ কর্মকর্তা বলেন, ‘দেশের বেসরকারি খাতের শীর্ষ ব্যাংক হওয়ার পাশাপাশি চতুর্থ বৃহৎ ক্ষুদ্রবিনিয়োগ প্রতিষ্ঠান হিসেবে ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আঠারো হাজার গ্রামের আট লক্ষাধিক দরিদ্র পরিবারের জীবন-মান উন্নয়নে কাজ করছে।’
তিনি বলেন, “ইসলামী ব্যাংক মানুষের মৌলিক প্রয়োজন, কল্যাণকর উদ্যোগ এবং কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করছে এবং এ ব্যাংক মানব স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর কোন প্রকল্পে বিনিয়োগ করে না। কর্মক্ষেত্রে শুদ্ধাচার ও নৈতিকতা চর্চার মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশের বিশ্বসেরা এক হাজার ব্যাংকের তালিকায় স্থান করে নিয়েছে।”
গ্রামীণফোনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেন বোঙ্ক বলেন, ‘ইসলামী ব্যাংকের মত বেসরকারি খাতের বড় ও শক্তিশালী ব্যাংকের সাথে আর্থিক সেবা চুক্তি করতে পেরে গ্রামীণফোন গর্বিত।’ তিনি বলেন, ‘গ্রামীণফোন ও ইসলামী ব্যাংকের যৌথ উদ্যোগে দেশের মোবাইল আর্থিক সেবাখাত আরো গতিশীলতা পাবে।’