মোবাইল ফোন ব্যবহারের উপর সারচার্জ আরোপের প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে বাজেট বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, “এই সারচার্জ থেকে যে রাজস্ব আসবে তা শিক্ষা ও অন্যান্য খাতে ব্যয় করা যেতে পারে।”
শেখ হাসিনা তার বক্তৃতায় মোবাইল ফোনের আমদানির ওপর শুল্ক বৃদ্ধির প্রস্তাব কিছুটা বেশি হয়ে গেছে বলেও মন্তব্য করেন।
তিনি অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, “মোবাইল ফোনের আমদানির ওপর শুল্ক কিছুটা হ্রাস করতে পারেন।”
জবাবে বাজেটের ওপর সমাপনী বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, “প্রধানমন্ত্রী মোবাইল ফোন ব্যবহারের ওপর যে সারচার্জ আরোপের কথা বলেছেন, তা শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় করা হবে।”
তবে কী হারে এই সারচার্জ আরোপ করা হবে সে বিষয়ে অর্থমন্ত্রী কিছু বলেননি।