মোবাইল কলে বসছে সারচার্জ, তাই বেড়ে যাচ্ছে কলচার্জ। আর এটা কার্যকর করা হবে সেপ্টেম্বরের শুরু থেকেই। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেন জানান, মোবাইল কলে অতিরিক্ত চার্জ বসানোর সব প্রক্রিয়া শেষ। ১ সেপ্টেম্বর থেকেই ফোন কলের ওপর অতিরিক্ত সারচার্জ বসানো হবে। এখন শুধু অর্থ এবং আইন মন্ত্রণালয় থেকে অনুমতির অপেক্ষা।
মোবাইল কলের ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট প্রচলিত ছিল, এর সঙ্গে যোগ হলো ১ শতাংশ সারচার্জ। আগে ১০০ টাকা রিচার্জ করলে কার্যত ৮৫ টাকার কথা বলা যেত। আর এখন ১ শতাংশ সারচার্জ যোগ হওয়ার পর সেটা দাঁড়াবে ৮৪ টাকায়। এই চার্জ ভয়েস কল, এসএমএস, মাল্টিমিডিয়া মেসেজ এবং ডাটার ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
