কোরবানির পশুর কাঁচা চামড়ার দর নির্ধারণ করা হয়েছে। শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফিনিশড লেদার লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু তাহের একথা জানান।
তিনি জানান, ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ধরা হয়েছে ৮৫ থেকে ৯০ টাকা।
আর ঢাকার বাইরে প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ধরা হয়েছে ৬০ থেকে ৬৫ টাকা।
এছাড়া প্রতি বর্গফুট খাসির লবণযুক্ত চামড়ার দাম ৩০ থেকে ৩৫ টাকা এবং বকরির চামড়ার দাম ধরা হয়েছে ২৫ থেকে ৩০ টাকা।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফিনিশড লেদার অ্যান্ড লেদার গুডস অ্যান্ড ফুটওয়ার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।