প্রচ্ছদ > ভোজন > হোম সার্ভিস > ঘরে বসেই মজার মিষ্টি
ঘরে বসেই মজার মিষ্টি

ঘরে বসেই মজার মিষ্টি

এখন আর মাতৃভান্ডারের রসমলাই খেতে কুমিল্লা কিংবা টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম খেতে টাঙ্গাইল যেতে হবে না, ঘরে বসেই পেতে পারেন বাংলাদেশের সকল জেলার ঐতিহ্যবাহী, বিখ্যাত ও সুস্বাদু মিষ্টি। চালু হয়েছে মিষ্টি বাড়ি নামে একটি অনলাইন সপ যেখানে শুধুমাত্র বাংলাদেশের সকল জেলার ঐতিহ্যবাহী, বিখ্যাত মিষ্টি বিক্রি করা হয়। ঘরে বসে ফোনে অর্ডার করলে অর্ডারকৃত মিষ্টি দেশের যেকোন প্রান্তে ক্রেতার ঠিকানায় পৌঁছে দেওয়া হয়।

যেসব মিষ্টি পাওয়া যায়:

• কুমিল্লা জেলার মনোহারপুরের বিখ্যাত মাতৃভান্ডারের রসমালাই
• টাংগাইল জেলার ঐতিহ্যবাহী ও সুনামধন্য পোড়াবাড়ির চমচম
• যশোর জেলার জামতলার বিখ্যাত সাদেক গোল্লা (রস গোল্লা)
• মেহেরপুর জেলার ঐতিহ্যবাহী সাবিত্রী মিষ্টি, রসকদম মিষ্টি
• সাতক্ষীরা জেলার বিখ্যাত পেড়া সন্দেশ
• ফরিদপুর জেলার বাগাট রাজকুমারের সাগর ভোগ, শরমালাই, মালাইছাপ, সেন্ডুইজ স্পেশাল, শাহী চমচম, লালমোহন, মৌচাক, গোপালভোগ, শুকনা রসগোল্লা, ক্ষীরের সন্দেশ, বরফী সন্দেশ, ইলিশ কুটি সন্দেশ, ক্ষীরের কেক , ছাপ সন্দেশ, ক্ষীরের সন্দেশ, কাচা ছানা, খেজুর মিষ্টি
• মিষ্টি বাড়ির স্পেশাল কাটারিভোগ, তালশাঁস, সাবানী ভোগ, ইলশেপেটি, চমচম, কালোজাম

মিষ্টি অর্ডার দেওয়ার নিয়ম:

Mishti Bari – মিষ্টি বাড়ি ফেসবুক পেইজে মেসেজ দিয়ে অথবা 01776849885 এই নাম্বারে ফোন দিয়ে মিষ্টি অর্ডার দেয়া যায়। অর্ডারকৃত মিষ্টি ঢাকা জেলার মধ্য এক দিন এবং অন্যান্য জেলা তে তিন দিনের মধ্যে ডেলিভারি দেয়া হয়। সর্বনিম্ন ১ কেজি ও সর্বোচ্চ ৪০ কেজি মিষ্টি অর্ডার দেয়া যায়। ঢাকা তে ক্যাশ অন ডেলিভারি এবং অন্যান্য জেলার ক্ষেত্রে অগ্রিম পেমেন্ট করতে হয়।

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*