তিনি বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, গর্ভবতী মহিলাদের প্রসবকালীন সময়ে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস দেব। আমাদের দেশে অনেক গরিব মানুষ আছে, যারা অ্যাম্বুলেন্সের ভাড়ার অভাবে অদক্ষ দাই দিয়ে সন্তান জন্ম দিতে গিয়ে অকালে মারা যান। তাই সরকার বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।”
সন্তানসম্ভবা নারীদের স্বজনরা হাসপাতালগুলোর সঙ্গে যোগাযোগ করে এই ফ্রি অ্যাম্বুলেন্স সেবা নিতে পারবেন বলে মন্ত্রী জানান।
প্রসূতিদের বিনামূল্যে অ্যাম্বুলেন্স দেয়ার ক্ষেত্রে কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো ধরনের অবহেলা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে মন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন।