রায়হান আশরাফী:::
ফোন করলেই ডাক্তারের পরামর্শ পাওয়ার সুযোগ বাংলাদেশে আছে বহুদিন ধরে। এবার মোবাইলেই পাওয়া যাবে ডাক্তারের প্রেসক্রিপশন, ডাক্তারকে দেখানো যাবে রিপোর্ট; মোট কথা ডাক্তারের কাছে না গিয়েই তাঁর সঙ্গে সরাসরি সাক্ষাতের যে সুবিধা, তা পাওয়া যাবে। সাধারণ স্বাস্থ্যসেবা, বিশেষজ্ঞ চিকিৎসাসেবা- দুটোই পাওয়া যাবে এর মাধ্যমে। এমন একটি অ্যাপ mDoctor, যেটি গুগল প্লে স্টোর থেকে সহজেই ডাউনলোড করা যাবে যেকোনো অ্যানড্রয়েড স্মার্টফোনে। এটির উদ্যোক্তা ইব্রাহিম মেডিক্যাল কলেজ ও বারডেম হাসপাতাল, ঢাকার ডার্মাটোলজি ও ভেনেরিওলজি বিভাগের প্রধান, অধ্যাপক ডা. মো. রেজা বিন জায়েদ। আরো আছেন অধ্যাপক ডা. এম এ ওয়াহাব, ডা. সাবি্বর মাহমুদ শওকত, ডা. মাহবুবুর রহমান শাহীন, ডা. মো. জাহেদ পারভেজ, ডা. মনিরুজ্জামান খান, ডা. তানভীর আহমেদ সিদ্দিকী, ডা. মাসুম আল গনি, ডা. জোবায়ের হোসেন। এ মুহুর্তে এর মাধ্যমে চর্ম ও যৌণ এবং সাধারণ স্বাস্থ্যসেবা সম্পকির্ত চিকিৎসা পাওয়ার সুযোগ রয়েছে এই নয় জন ডাক্তারের কাছ থেকে। কিছুদিনের মধ্যে অন্যান্য বিশেষজ্ঞ সেবাও এর সঙ্গে যুক্ত হবে।
অ্যাপটি ডাউনলোড করে সরাসরি পছন্দমতো ডাক্তারের সিরিয়াল নিতে পারবেন, পাঠাতে পারবেন ছবি, আগের রিপোর্ট ও প্রেসক্রিপশন। নিতে পারবেন নির্দিষ্ট সময়ে অ্যাপয়েন্টমেন্ট। যে সময়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন, ঠিক সেই সময়েই ডাক্তার নিজেই আপনাকে ফোন করবেন। সরাসরি জানবেন সমস্যাগুলো। তারপর প্রেসক্রিপশন পাঠিয়ে দেবেন আপনার ফোনে। এই প্রেসক্রিপশন আপনাতেই সেভ হয়ে থাকবে পরবর্তী সময়ের জন্য। যদি ডাক্তার প্রয়োজন মনে করেন পরীক্ষা-নিরীক্ষার, তবে সেটাও তিনি প্রেসক্রিপশনেই জানাবেন। আপনার কাজ সে পরীক্ষার ফলটা শুধু অ্যাপের সহায়তায় আবার ডাক্তারকে জানানো।
এ বিষয়ে মূল উদ্যোক্তা অধ্যাপক ডা. রেজা বিন জায়েদ জানান, এখনো বিষয়টি বাণিজ্যিকভাবে প্রচার করা না হলেও বহু মানুষ অ্যাপটি ব্যবহার করছে। প্রচুর রোগী, বিশেষ করে চর্ম ও যৌন রোগের অনেকেই যাঁরা সংকোচের কারণে ডাক্তারের কাছে যান না, তাঁরা আক্রান্ত স্থানের ছবি তুলে অ্যাপের মাধ্যমে পাঠিয়ে চিকিৎসাসেবা নিচ্ছেন।
বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন www.mdoctorbd.com