দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেবে খুলনার আকিজ মেডিক্যাল কলেজ হাসপাতাল। ভর্তি রোগীদের ওষুধ, অপারেশন, পরীক্ষা-নিরীক্ষা, থাকা-খাওয়াসহ সব খরচ বহন করবে কর্তৃপক্ষ। ১ থেকে ৩১ মার্চ ২০১৪ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের এই চিকিৎসাসেবা দেওয়া হবে। উল্লেখিত তারিখে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত বর্হিবিভাগে বিনামূল্যে রোগী দেখা হবে এবং অপারেশনের জন্য রোগী বাছাই করা হবে। যাদের অপারেশনের প্রয়োজন হবে না, তাদের কেবল বর্হিবিভাগের চিকিৎসা বিনামূল্যে দেওয়া হবে।
বিস্তারিত বিজ্ঞাপন দেখুন নিচের লিংকে-
http://infopedia.com.bd/wp-content/uploads/2014/02/Frre-Health-treatment.jpg