আগামী ২১ মার্চ ২০১৪, শুক্রবার শাহবাগে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি হাসপাতাল) চিকিৎসা দেওয়া হবে। ৩০টি বিভাগে এ ফ্রি চিকিৎসা পাবেন সব রোগীরা।
শুক্রবার সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিত্সকেরা রোগী দেখবেন। এর পরও যদি রোগী থাকে, তাঁদের ফেরানো হবে না বলে জানায় কর্তৃপক্ষ।
এক সংবাদ সম্মেলনে উপাচার্য প্রাণ গোপাল দত্ত জানান, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার এ সেবা দেওয়া হবে। পরবর্তী বছরগুলোতেও এ কর্মসূচি অব্যাহত থাকবে।