আত্মত্যাগের অনুপম দৃষ্টান্তে উজ্জ্বল মহিমায় চির ভাস্বর মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ উল আজহা বা কুরবানির ঈদ । ঈদুল আজহার উদ্দেশ্য স্রষ্টার সন্তুষ্টির জন্য নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত থাকা। কুরবানীর সঠিক তাৎপর্যকে উপলব্ধি করে যদি ধর্মপ্রাণ মানুষ কুরবানী দেয়, তাহলে ঈদ-উল-আজহার প্রকৃত উদ্দেশ্য সার্থক হবে।
এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে সুদৃঢ় হয় পরস্পরের প্রতি সহমর্মিতা, ভালবাসা এবং শ্রদ্ধাবোধ। মহান আল্লাহ্তায়ালা ধনী-গরীব সবার মাঝেই ঈদের আনন্দ সমান-ভাবে বন্টনের যে শিক্ষা দিয়েছেন তা সঠিকভাবে পালনের মাধ্যমে এর তাৎপর্যকে তুলে ধরতে হবে।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইনফোপিডিয়া পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।
ঈদ মোবারক।।