প্রচ্ছদ > খেলা > আজকের খেলা > বাংলাদেশ-উইন্ডিজ প্রথম ওয়ানডে আজ
বাংলাদেশ-উইন্ডিজ প্রথম ওয়ানডে আজ

বাংলাদেশ-উইন্ডিজ প্রথম ওয়ানডে আজ

আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সেন্ট জর্জের জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচের মাধ্যমে সফররত টাইগারদের ওয়ান ডে মিশন শুরু হচ্ছে।

এ সফরে ৩টি ওয়ানডে ছাড়াও ২টি টেস্ট ও ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।  দ্বিতীয় ও তৃতীয় একদিনের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২২ ও ২৫ আগস্ট। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি হবে ২৫ আগস্ট। এছাড়া প্রথম টেস্ট শুরু হবে ৫ সেপ্টেম্বর। সিরিজের দ্বিতীয় টেস্ট ও সর্বশেষ ম্যাচ শুরু হবে ১৩ সেপ্টেম্বর।

শৃঙ্খলা ভঙ্গের কারণে নিষেধাজ্ঞা থাকায় এ সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব-আল হাসান।

এর আগে ২০১২ সালে বাংলাদেশ সফরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। তবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ এ জয়লাভ করে টাইগাররা।

বাংলাদেশ দল: মুশফিকুর রহিম, আব্দুর রাজ্জাক, আল-আমিন হোসেন, আনামুল হক, ইমরুল কায়েস, মাহামুদুল্লাহ, মাশরাফি মর্তুজা, মিথুন আলী, মমিনুল হক, নাসির হোসেন, রুবেল হোসেন, শামসুর রহমান, সোহাগ গাজী, তামিম ইকবাল ও তাসকিন আহম্মেদ।

ওয়েস্ট ইন্ডিজ দল: ডুয়াইন ব্রাভো, অ্যাডওয়ার্ডস, ত্রিস গেইল, হোল্ডার, মিলার, ব্রাভো, নারায়নি, পোলার্ড, দিনেশ রামদিন, রামপল, কেমার রোচ, ড্যারেন স্যামি ও সিমন্স। 

Comments

comments

Comments are closed.