প্রচ্ছদ > খেলা > খেলার খবর > টি-টোয়েন্টি বিশ্বকাপ : খেলার সময়সূচি
টি-টোয়েন্টি বিশ্বকাপ : খেলার সময়সূচি

টি-টোয়েন্টি বিশ্বকাপ : খেলার সময়সূচি

প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করা হচ্ছে ১৬টি দল নিয়ে। ১০টি পূর্ণ সদস্য দেশ ও সহযোগী ছয় দল নিয়ে হবে শিরোপার লড়াই। পূর্ণ সদস্য দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ ও জিম্বাবুয়েকে খেলতে হচ্ছে গ্রুপ বাছাইপর্বে। দুটি গ্রুপে চারটি করে দল ভাগ হয়ে একে অপরকে লড়বে। শীর্ষ দল যোগ দেবে সেরা আট দলের সঙ্গে। এ গ্রুপে বাংলাদেশের সঙ্গী আফগানিস্তান, নেপাল ও হংকং। আর গ্রুপ বি’তে জিম্বাবুয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাত।
সুপার টেনে আগেভাগেই জায়গা দখল করে রেখেছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। একে আবার ভাগ করা হয়েছে গ্রুপ এক ও গ্রুপ দুই নম্বরে। এক নম্বর গ্রুপে আছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। বি গ্রুপের শীর্ষ দলটি যোগ দেবে তাদের সঙ্গে। দুই নম্বর গ্রুপে আছে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও পাকিস্তান। এই দলের পাঁচ নম্বর স্থানটি পূরণ করবে এ গ্রুপের সেরা দলটি। জেনে নিন খেলার সময়সূচি :

 

গ্রুপ এ’র খেলা :

১৬ মার্চ, সাড়ে তিনটা : বাংলাদেশ বনাম আফগানিস্তান, ভেন্যু: শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর।
১৬ মার্চ, সাড়ে সাতটা : নেপাল বনাম হংকং, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।
১৮ মার্চ, সাড়ে তিনটা : আফগানিস্তান বনাম হংকং, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।
১৮ মার্চ, সাড়ে সাতটা : বাংলাদেশ বনাম নেপাল, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।
২০ মার্চ, সাড়ে তিনটা : আফগানিস্তান বনাম নেপাল, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।
২০ মার্চ, সাড়ে সাতটা : বাংলাদেশ বনাম হংকং, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।

 

গ্রুপ বি’র খেলা :

১৭ মার্চ, সাড়ে তিনটা : জিম্বাবুয়ে বনাম আয়ারল্যান্ড, ভেন্যু: সিলেট বিভাগীয় স্টেডিয়াম, সিলেট।
১৭ মার্চ, সাড়ে সাতটা : নেদারল্যান্ডস বনাম সংযুক্ত আরব আমিরাত, ভেন্যু: সিলেট বিভাগীয় স্টেডিয়াম, সিলেট।
১৯ মার্চ, সাড়ে তিনটা : জিম্বাবুয়ে বনাম নেদারল্যান্ডস, ভেন্যু: সিলেট বিভাগীয় স্টেডিয়াম, সিলেট।
১৯ ‍মার্চ, সাড়ে সাতটা : আয়ারল্যান্ড বনাম সংযুক্ত আরব আমিরাত, ভেন্যু: সিলেট বিভাগীয় স্টেডিয়াম, সিলেট।
২১ মার্চ, সাড়ে তিনটা : জিম্বাবুয়ে বনাম সংযুক্ত আরব আমিরাত, ভেন্যু: সিলেট বিভাগীয় স্টেডিয়াম, সিলেট।
২১ মার্চ, সাড়ে সাতটা : আয়ারল্যান্ড বনাম নেদারল্যান্ডস, ভেন্যু: সিলেট বিভাগীয় স্টেডিয়াম, সিলেট।

 

সুপার টেন’র লড়াই
গ্রুপ ১-এর খেলা:

২২ মার্চ, সাড়ে তিনটা :দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।
২২ মার্চ, সাড়ে সাতটা : ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।
২৪ মার্চ, সাড়ে তিনটা : নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।
২৪ মার্চ, সাড়ে সাতটা : শ্রীলঙ্কা বনাম গ্রুপ বি জয়ী, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।
২৭ মার্চ, সাড়ে তিনটা : দক্ষিণ আফ্রিকা বনাম গ্রুপ বি জয়ী, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।
২৭ মার্চ, সাড়ে সাতটা : ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।
২৯ মার্চ, সাড়ে তিনটা : নিউজিল্যান্ড বনাম গ্রুপ বি জয়ী, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।
২৯ মার্চ, : সাড়ে সাতটা :ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।
৩১ মার্চ, : সাড়ে তিনটা :ইংল্যান্ড বনাম গ্রুপ বি জয়ী, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।
৩১ মার্চ, সাড়ে সাতটা : নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।

 

গ্রুপ ২-এর খেলা :

২১ মার্চ, সাড়ে তিনটা : ভারত বনাম পাকিস্তান, ভেন্যু: শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর।
২৩ মার্চ, সাড়ে তিনটা : অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান, ভেন্যু: শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর।
২৩ মার্চ, সাড়ে সাতটা : ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, ভেন্যু: শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর।
২৫ মার্চ, সাড়ে সাতটা : ওয়েস্ট ইন্ডিজ বনাম গ্রুপ এ জয়ী, ভেন্যু: শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর।
২৮ মার্চ,সাড়ে তিনটা : অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ, ভেন্যু: শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর।
২৮ মার্চ, সাড়ে সাতটা : ভারত বনাম গ্রুপ এ জয়ী, ভেন্যু: শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর।
৩০ মার্চ,  সাড়ে তিনটা : পাকিস্তান বনাম গ্রুপ এ জয়ী, ভেন্যু: শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর।
৩০ মার্চ, সাড়ে সাতটা : অস্ট্রেলিয়া বনাম ভারত, ভেন্যু: শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর।
১ এপ্রিল, সাড়ে তিনটা: অস্ট্রেলিয়া বনাম গ্রপ এ জয়ী, ভেন্যু: শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর।
১ এপ্রিল, সাড়ে সাতটা: পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ, ভেন্যু: শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর।

 

সেমিফাইনাল

৩ এপ্রিল, সাতটায় : প্রথম সেমিফাইনাল- গ্রুপ ১ বিজয়ী বনাম গ্রুপ ২ রানার্সআপ, ভেন্যু: শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর।
৪ এপ্রিল, সাতটায় : সাতটা: দ্বিতীয় সেমিফাইনাল- গ্রুপ ২ বিজয়ী বনাম গ্রুপ ১ রানার্সআপ, ভেন্যু: শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর।

 

ফাইনাল

৬ এপ্রিল, সাতটা : সেমিফাইনাল ১ জয়ী বনাম সেমিফাইনাল ২ জয়ী, ভেন্যু: শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর।

 

 

ফিক্সচার ডাউনলোড করতে পারবেন নিচের লিংক থেকে

http://infopedia.com.bd/wp-content/uploads/2014/03/T-20-Cricket-Fixture.jpg

 

টি-২০ বিশ্বকাপ ফিক্সচার

 

 

Comments

comments

Comments are closed.