প্রচ্ছদ > খেলা > খেলার খবর > বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি
বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি

বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি

২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপ যৌথভাবে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে এ বিশ্বকাপের পর্দা উঠবে।

টুর্নামেন্ট শুরুর আগে বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দেশে বিশ্বকাপের ট্রফি পাঠাবে আইসিসি। এরই অংশ হিসেবে ২৪ জুলাই বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দিন বলেন, আগামী ২৪ জুলাই বাংলাদেশে এসে পৌঁছ‍াবে আইসিসি বিশ্বকাপ ট্রফি। একদিনের সফরে বাংলাদেশে আনা হবে ট্রফিটি। আর সবাই যেন দেখতে পারে ট্রফিটি, তার ব্যবস্থা করবে বিসিবি।

নিজাম উদ্দিন আরও বলেন, আমরা আশা করছি ২৫ জুলাই এটাকে আমরা কোনও একটা পাবলিক প্লেসে প্রদর্শন করার ব্যবস্থা করবো। সাধারণ জনগণ যেন ট্রফির সঙ্গে ছবি তুলতে পারেন, সেই ব্যবস্থাও রাখা হবে।

সরাসরি শ্রীলংকা থেকে ক্রিকেট বিশ্বকাপের ট্রপিটি ঢাকায় আনা হচ্ছে বলেও জানান নিজাম উদ্দিন।

Comments

comments

Comments are closed.