প্রচ্ছদ > খেলা > খেলার খবর > সাংবাদিককে চড় মারলেন ম্যারাডোনা (ভিডিওসহ)
সাংবাদিককে চড় মারলেন ম্যারাডোনা (ভিডিওসহ)

সাংবাদিককে চড় মারলেন ম্যারাডোনা (ভিডিওসহ)

নানা কর্ম করে বারবার মিডিয়ার সমালোচনার মুখে পড়েছেন ‘আর্জেন্টাইন ফুটবল ইশ্বর’ দিয়েগো ম্যারাডোনা। এবার চড় মেরে (ভিডিওসহ) সংবাদ মাধ্যমের আলোচনায় এলেন তিনি। এবার তিনি আর্জেন্টাইন এক সাংবাদিককে চড় মেরেছেন। এর আগে এক ফটোগ্রাফারকে লাথি মেরেছিলেন তিনি।
শনিবার ৫৩ বছর বয়সী ম্যারাডোনা স্ত্রী ভেরোনিকা ওজেদা এবং তার পুত্র দিয়াগো ফারনান্দোকে নিয়ে থিয়েটারে গিয়েছিলেন। থিয়েটার থেকে বের হয়ে এ দম্পতি সাংবাদিকদের সামনে পড়েন। সাংবাদিকরা একের পর এক প্রশ্ন করায় ফুটবল জাদুকর বিরক্ত হচ্ছিলেন।
৮৬’র বিশ্বকাপ জয়ী অধিনায়ক এক সময় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, কেন আপনারা বিশৃঙ্খলা করছেন। এর পরই তিনি গাড়ি থেকে নেমে এসে এক সাংবাদিককে চড় মারেন।

 

ভিডিও দেখতে ক্লিক করুন

http://infopedia.com.bd/wp-content/uploads/2014/08/Maradona-le-pego-un-cachetazo-Infopedia.com_.bd_.mp4

 

http://infopedia.com.bd/?attachment_id=3850

 

Comments

comments

Comments are closed.