দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ। প্রিয় দলকে সমর্থন করার জন্য ও বিশ্বকাপের সব আপডেট জানার মোক্ষম অস্ত্র আছে এবার তাদের হাতে—স্মার্টফোন। গত বিশ্বকাপেও যার এত ছড়াছড়ি ছিল না। স্বাভাবিকভাবে এবার বিশ্বকাপকে ঘিরে অ্যাপ স্টোরগুলোয় প্রচুর অ্যাপ পাবলিশ হয়েছে। এসব অ্যাপ বাহারি সব তথ্য ও খুঁটিনাটি তথ্য নিয়ে হাজির হয়েছে। কয়েক ক্লিকেই জেনে নেওয়া যাবে প্রিয় ও খেলোয়ারের টুকিটাকি। একই সঙ্গে খেলার সব তথ্য। এ প্রতিবেদনে বিশ্বকাপ নিয়ে পাঁচটি সেরা অ্যাপের কথা তুলে ধরা হলো।
ফিফা অফিসিয়াল অ্যাপ
ফুটবল বিশ্বকাপ নিয়ে সারাক্ষণ আপডেটে থাকার জন্য ফিফার নিজস্ব অ্যাপের চেয়ে ভালো আর কি হতে পারে? বিশ্বকাপের প্রতিটি মুহূর্তের অফিসিয়াল আপডেট পাবেন এখানে। অ্যাপটি সবসময়ের জন্য চমৎকার, তবে বিশ্বকাপ উপলক্ষে একে সম্পূর্ণ নতুন করে আপডেট করা হয়েছে।
ম্যাচ চলাকালীন আপডেট থেকে শুরু করে প্রতিটি দলের বিস্তারিত তথ্য, ফটো, ভিডিও, খেলোয়াড়দের প্রোফাইল পাওয়া যাবে এতে।
অ্যাপসটি ডাউনলোড করা যাবে নিচের ঠিকানা থেকে-
https://play.google.com/store/apps/details?id=com.fifa.fifaapp.android
ইএসপিএন এফসি সকার অ্যান্ড ওয়ার্ল্ড কাপ
বিশ্বকাপের অফিসিয়াল সম্প্রচারক ইএসপিএনের অ্যাপ প্রতিটি ম্যাচ ও খেলোয়াড়ের বিস্তারিত খুঁটিনাটি দেবে।
উল্লেখযোগ্য খেলাগুলোর লাইভ ভিডিও হাইলাইটসও পাওয়া যাবে এখানে। ইএসপিএনের নিজস্ব বিশ্লেষক ও ধারাভাষ্যকাররা নিয়মিত মতামত দেবেন। সাথে ব্রেকিং নিউজ ও খেলার লাইভ আপডেট তো আছেই।
অ্যাপসটি ডাউনলোড করা যাবে নিচের ঠিকানা থেকে-
https://play.google.com/store/apps/details?id=com.espn.fc
ব্রাজিল ২০১৪ কাউন্টডাউন
এ অ্যাপে অবশ্য বিস্তারিত তথ্য থাকবে না। এর আকর্ষণ কাউন্টডাউন। বিশ্বকাপ শুরু হওয়ার জন্য যাদের তর সইছে না, তারা এখান থেকে কিছুক্ষণ পরপর কাউন্টডাউন দেখতে পারেন। সাথে অবশ্য খেলার ফিকশচারও পাওয়া যাবে।
সাও পাউলোর পর্দা উঠতে আর কতোক্ষণ বাকি, তা ঘণ্টা-মিনিট-সেকেন্ডের হিসেবে জানিয়ে দেবে এটি।
অ্যাপসটি ডাউনলোড করা যাবে নিচের ঠিকানা থেকে-
https://play.google.com/store/apps/details?id=com.workerdroid7.soccerWC
ওয়ার্ল্ড কাপ ২০১৪-ব্রাজিল
চমৎকার ইন্টারফেসের মাধ্যমে বিশ্বকাপের যাবতীয় তথ্য সবার সামনে হাজির করবে এ অ্যাপ। পছন্দের দলগুলোর খুঁটিনাটি সব আপডেট আলাদাভাবে পাবেন এতে।
লাইন-আপ, বদলি খেলোয়াড়, কার্ড, কোচ, রেফারি, দুই দলের আগের ইতিহাস—ইত্যাদি তথ্য ফুটবল ফ্যানদের কাজে লাগবেই।
এ ছাড়া খেলা চলাকালে প্রতি মুহূর্তের ম্যাচ আপডেট দেবে এটি। অ্যাপসটি ডাউনলোড করা যাবে নিচের ঠিকানা থেকে-
https://play.google.com/store/apps/details?id=com.jalvasco.football.worldcup
অ্যাডিডাস ২০১৪ লাইভ ওয়ালপেপার
সব তথ্য-আপডেট জানা হলো। কিন্তু পছন্দের দলের জার্সি কেনা বা পতাকা সংগ্রহে থেমে নেই ফুটবলপ্রেমীদের। তবে হাতের ফোনটি কেন বিশ্বকাপের আমেজ থেকে বাদ যাবে।
ফোনের ডিসপ্লে সাজাতে আনা হয়েছে এ অ্যাপ। এটি ইনস্টল করলে লাইভ ওয়ালপেপার পাওয়া যাবে। এ অসাধারণ অ্যাপে বিশ্বকাপের অফিসিয়াল বল ব্রাজুকাকে নিয়ে চমৎকার লাইভ ওয়ালপেপার রয়েছে।
মাঠের পরিবেশ ঠিক করতে পারবেন পছন্দের দল নিয়ে। ওয়ালপেপারে ফুটবল মাঠের যে টিভি আছে, সেখানে সরাসরি পছন্দের দলের আপডেটও পাবেন!
এ ছাড়া সরাসরি ওয়ালপেপার থেকেই ক্লিক করে অনেক আপডেট পেতে পারেন। খ্যাতনামা স্পোর্টস কোম্পানি অ্যাডিডাস এটি তৈরি করেছে।
এটি ডাউনলোড করা যাবে নিচের ঠিকানা থেকে-
https://play.google.com/store/apps/details?id=cellfish.adidas