আজ রাত ২টা থেকে শুরু হচ্ছে ফিফা ২০১৪ বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে আয়োজক ব্রাজিল। ঘরে টেলিভিশন না থাকলেও সমস্যা নেই। আপনার যদি উচ্চগতির ইন্টারনেট সংযোগ থাকে তাহলে নিজের কম্পিউটার বা অনুরূপ ডিভাইস থেকেই উপভোগ করতে পারবেন বিশ্বকাপ ফুটবল।
অনলাইনে ইএসপিএন-এর বিভিন্ন চ্যানেলে বিশ্বকাপ ফুটবলের লাইভ খেলা দেখা যাবে। এসব সেবা দেবে ইএসপিএন, ইএসপিএন২, ইএসপিএন৩, ইএসপিএনইউ, ইএসপিএননিউজ ও ইএসপিএন ডিপোর্টেস। এজন্য একটি অ্যাপ ডাউনলোড করে নিলে ভালো হবে। নিচের লিংকে ক্লিক করে অপারেটিং সিস্টেম অনুযায়ী অ্যাপ ডাউনলোড করতে পারবেন-
Android, iOS, Windows 8, Xbox One, Amazon Fire TV.
অ্যাপগুলো ভালোভাবে চালাতে আপনার নির্ভরযোগ্য ইন্টারনেট কানেকশন লাগবে। এ চ্যানেলগুলোতে অনেক সময় বিভিন্ন দেশের আইপি ব্লক করা থাকে। আপনি যে দেশ থেকে দেখছেন, সে দেশের আইপি ব্লক করা থাকলে অন্য উপায় বের করতে হবে।
অনলাইন টিভিতে লাইভ বিশ্বকাপ
নিচের সাইটগুলোতে লাইভ বিশ্বকাপ দেখার সুযোগ আছে। তবে মাঝেমধ্যে একটু সমস্যা করতে পারে। তবে ইন্টারনেটে গতি থাকলে দেখতে তেমন সমস্যা হওয়ার কথা নয়। জেনে নিন কিছু ঠিকানা ও লিংক-
http://techmediatune.com/fifa-live/#.U6KCgqKPo7p
http://techmediatune.com/fifa-live/#.U50yaPuxOho
বিশ্বকাপ সরাসরি দেখাবে বাংলাদেশের তিনটি চ্যানেল। তা হলো বিটিভি, মাছরাঙা টেলিভিশন ও গাজী টিভি (জি টিভি)। এ তিনটি চ্যানেলসহ বাংলাদেশ ও বাইরের বিভিন্ন টিভি চ্যানেল লাইভ দেখা যায় ইন্টারনেটেও। মোটামুটি স্পিড থাকলেও আপনি লাইভ টিভি দেখতে পাবেন। জেনে নিন কিছু ঠিকানা ও লিংক-
www.jagobd.com
www.bdlivezone.com
livebangladeshitv.com
http://livechannel9.com
http://freetvall.com/videos/34/Bangladesh/most_recent/all_time/
http://www.abohomanbangla.com/Bangladesh_web_directory/Bangla_Tv.html
http://www.livetvstreamingfree.com/watch-somoy-tv-bangladesh-live-streaming
http://livechannel9.com/bangla-tv-channel/
গুগল সার্চে অনলাইন টিভি
গুগলে সার্চ করে আপনি বহু ওয়েবসাইট পাবেন, যারা অনলাইনে বিশ্বকাপ খেলা স্ট্রিম করবে। তবে তাদের মাঝে ভিডিও কোয়ালিটি ভালো কোনো সাইট খুঁজে পাওয়া মুস্কিল। কিছুটা ছোট স্ক্রিনে হলেও সেসব ওয়েবসাইট থেকে বিশ্বকাপ দেখা সম্ভব। তবে সেসব ওয়েবসাইটের নির্ভরযোগ্যতার একটি বিষয় আছে। এ ধরনের ওয়েবসাইট যদি কোনো অ্যাপ ডাউনলোড করতে বলে তবে তা করার আগে সাবধান। ভাইরাস ও ক্ষতিকর প্রোগ্রাম চলে আসতে পারে বিধায় ডাউনলোডের দিকে না যাওয়াই ভালো।