ব্রাজিলের পোস্টার বয় খ্যাত বার্সেলোনা তারকা নেইমারকে সকলে জানে ফুটবলের ছোট জাদুকর হিসেবে। তবে, ‘গায়ক’ নেইমারের খেতাবটাও ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে তার বিভিন্ন সময়ের গাওয়া গানগুলোর জন্য।
বার্সেলোনায় এটা নেইমারের দ্বিতীয় মৌসুম। আর দ্বিতীয় বছরেই তিনি কাতালানদের হয়ে এখন পর্যন্ত গোল করেছেন সাতটি। বার্সার আরেক তারকা লিওনেল মেসি ক’দিন আগেই বলেছেন, নেইমার একদিন বিশ্বসেরা ফুটবলার হবে।
সদা হাসিখুশি থাকা নেইমার আর আগে মজার মজার গান গেয়েছেন জাতীয় দলের বিমান ভ্রমণে, ক্লাবের হোটেল রুমে, সতীর্থদের আড্ডায়। আর এবার তিনি গাইলেন গাড়ির ভেতরে।
নেইমারের নতুন সেই গানের ভিডিও দেখুনঃ