প্রচ্ছদ > খেলা > ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ শনিবার
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ শনিবার

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ শনিবার

ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই মানেই ফুটবলবোদ্ধাদের কাছে উৎসবের উপলক্ষ। আবারো সেই উৎসবের উপলক্ষ গড়ে দিয়েছে সাউথ আমেরিকান কনফেডারেশন কনমেবল। ১১ অক্টোবর প্রীতি ফুটবল ম্যাচে ফের মুখোমুখি হবে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে আগামী ১১ অক্টোবর অর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল।

বেইজিংয়ের বার্ড নেস্ট স্টেডিয়ামে (অলিম্পিক স্টেডিয়াম) ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচটি শুরু হবে ওইদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিটে। ব্রাজিল ও আর্জেন্টিনার ফেডারেশন বিষয়টি নিশ্চিত করেছে। অনিয়মিত গত ২০১১ ও ২০১২ সালের দুটি প্রীতি ম্যাচেই জয় লাভ করেছে ব্রাজিল। গত বছর কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি।

বিশ্বকাপের পর জয়ের ধারা অব্যাহত রাখতে চায় সেলেকাওরা। এজন্য মঙ্গলবারই অনুশীলনে নেমে পড়েছে দুঙ্গার শিষ্যরা। প্রথম দিনের অনুশীলনে যোগ দিতে পারেননি দাভিদ লুইস। এছাড়া ছিলেন না স্কোয়াডে পরে ডাক পাওয়া কাকা, সুজা, হুয়ান, মার্সেলো এবং রোমুলো।

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ খেলে তিনদিন পরেই তারা মাঠে নামবে জাপানের বিপক্ষে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে সে ম্যাচটি। এরপর আগামী ১২ নভেম্বর তুরস্কের মুখোমুখি হবে ব্রাজিল। এর ছয় দিন পর ১৮ নভেম্বর ভিয়েনায় অস্ট্রিয়ার বিপক্ষে খেলবে। এমনটিই জানিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন।

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*