২০১৫ সালের জানুয়ারিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আর এই টুর্নামেন্ট আয়োজনে বাংলাদেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে যুক্ত হয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইন। চুক্তি অনুযায়ী প্রতি বছর ফেডারেশনকে ছয় কোটি করে টাকা দেবে টেলিভিশন চ্যানেলটি।
অনুষ্ঠানে প্রথম আসরের ৬ কোটি টাকার মধ্যে ১ কোটি টাকার চেক ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের হাতে তুলে দেন চ্যানেল নাইন ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান। বাকি টাকা পরে পরিশোধ করা হবে বলে জানান আয়োজকরা। অনুষ্ঠান শেষে আগামী জানুয়ারির শেষ দিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ আয়োজনের কথা জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, “জানুয়ারির তৃতীয় সপ্তাহে আমরা আসরটি শুরু করতে চাই। প্রতিযোগিতা সম্পন্ন করতে আমাদের হয়তো ১০-১১ দিন সময় লাগবে।”
সালাউদ্দিন জানান, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কাছ থেকে পাওয়া টাকা দিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ আয়োজন সম্ভব। তখন টুর্নামেন্টের টিকিট বিক্রি থেকে আসা টাকাটা লাভের খাতে থাকবে।
সিলেট, যশোর ও রাজশাহীতে বাংলাদেশ দলের প্রীতি ম্যাচে গ্যালারিতে ফুটবলপ্রেমীদের উপচে পড়া ভিড় টিকেট বিক্রি থেকে আয়ের ব্যাপারে আশাবাদী করে তুলেছে বাফুফে সভাপতিকে।
কাতার, বাহরাইন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, লাওস ও পাকিস্তান-এই সাতটি দেশের কাছ থেকে এরই মধ্যে ইতিবাচক সাড়া পেয়েছে বাফুফে। সাধারণ সম্পাদক জানান, বাংলাদেশসহ এই আট দেশ নিয়েই এবারের বঙ্গবন্ধু গোল্ডকাপ আয়োজনের পরিকল্পনা আছে তাদের।
