মৌসুমে দুই মাসের বেশি সময়ের জন্য দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ইংল্যান্ড ক্রিকেট দল। ইংল্যান্ড এন্ড ওয়ালস ক্রিকেট বোর্ড (ইসিবি) সোমবার সফরসূচি প্রকাশের মাধ্যমে এ সফর নিশ্চিত করেছে।
ডিসেম্বর-ফেব্রুয়ারি মাসের এ সফরে চার টেস্ট, পাঁচ ওয়ানডে এবং দু’টি টি-২০ ম্যাচ খেলবে ইংলিশরা।
দীর্ঘ ৭২ দিনব্যাপী এ সফরের জন্য ১১ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকায় পা রাখা ইংল্যান্ড ২১ ফেব্রুয়ারি টি-২০ ম্যাচ দিয়ে সফর শেষ করবে।
সাধারণত বড় দিনের ছুটির সময়ে কোন সফর রাখে না ইংল্যান্ড। তবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়াতে ঐতিহ্যগতভাবেই বক্সিং ডে (২৬ ডিসেম্বর) টেস্ট হয়ে থাকে।
তাই সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সূচিতেও এর কোন ব্যতিক্রম হয়নি। ২৬ ডিসেম্বর ডারবানের কিংসমেডে শুরু হবে প্রথম টেস্টে।
ইসিবি ম্যানেজিং ডিরেক্টর পল ডাউনটন বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় যে কোন সফরই বিশেষ কিছু । যেহেতু, টেস্ট র্যাংকিংয়ে বর্তমানে প্রোটিয়াসরা শীর্ষে রয়েছে এবং ওয়ানডে ম্যাচগুলো হবে সত্যিকারার্থেই একটা চ্যালেঞ্জ, যা আমাদের উঠতি দলটি মোকাবেলার জন্য প্রস্তুত।’
সাবেক এ উইকেটরক্ষক আরো বলেন, ‘বিশেষ করে ডারবানে বক্সিং ডে এবং নিউল্যান্ডসে নিউ ইয়ার টেস্ট আমাদের দল হাজার হ্জাার ভক্তদের সমর্থন পাবে বলে আমরা নিশ্চিত।’
প্রথম টেস্টের আগে তিন দিনের দুইটি অনুশীলন ম্যাচ খেলবে ইংল্যান্ড। সিরিজের বাকি ম্যাচগুলো নিউল্যান্ডস, জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে এবং সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত হবে।
সর্বশেষ ২০০৯/১০ সালে দক্ষিণ আফ্রিকা সফরে ১-১ ব্যবধানে সিরিজ শেষ করেছিল ইংল্যান্ড। কিন্তু দক্ষিণ আফ্রিকার সর্বশেষ ২০১২ সালে ইংল্যান্ড সফরে ২-০ ব্যবধানে সিরিজ জয় করেছিল প্রোটিয়াসরা।
২০১৫/১৬ মৌসুমে ইংল্যান্ড দলের দক্ষিণ আফ্রিকা সফরসূচি :
ডিসেম্বর ১৫-১৭ : এসএ আমন্ত্রণমূলক একাদশ বনাম ইংল্যান্ড, পচেফস্ট্রম
ডিসেম্বর ২০-২২ : এসএ আমন্ত্রণমূলক একাদশ বনাম ইংল্যান্ড, পিটারমার্টিজবার্গ
ডিসেম্বর ২৬-৩০ : প্রথম টেস্ট, কিংসমেড, ডারবান
জানুয়ারি ২-৬ : দ্বিতীয় টেস্ট, নিউল্যান্ডস, কেপ টাউন
জানুয়ারি ১৪-১৮ : তৃতীয় টেস্ট,ওয়ান্ডারার্স, জোহানেসবার্গ
জানুয়ারি ২২-২৬ : চতুর্থ টেস্ট, সেঞ্চুরিয়ন
জানুয়ারি ৩০ : ওয়ানডে অনুশীলন ম্যাচ কিম্বরলি
ফেব্রুয়ারি ৩ : ১ম ওয়ানডে, ব্লোয়েমফন্তেইন
ফেব্রুয়ারি ৬ : ২য় ওয়ানডে, সেন্ট জর্জ পার্ক, পোর্ট এলিজাবেথ
ফেব্রুয়ারি ৯ : ৩য় ওয়ানডে, সেঞ্চুরিয়ন
ফেব্রুয়ারি ১২ : ৪র্থ ওয়ানডে, ওয়ান্ডারার্স, জোহানেসবার্গ
ফেব্রুয়ারি ১৪ : ৫ম ওয়ানডে, নিউল্যান্ডস, কেপ টাউন
ফেব্রুয়ারি ১৭ : টি-২০ ম্যাচ, এসএ আমন্ত্রনমুলক একাদশ বনাম ইংল্যান্ড, পার্ল
ফেব্রুয়ারি ১৮ : ১ম টি-২০, নিউল্যান্ডস, কেপ টাউন
ফেব্রুয়ারি ২১ : ২য় টি-২০, ওয়ান্ডারার্স, জোহানেসবার্গ
