অনেকদিন বাজে সময় কাটানো বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ সু-বাতাস বইতে শুরু করেছিল। সদ্য সমাপ্ত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে চার ম্যাচ খেলে তিনটিতে জিতে ফাইনালে পৌঁছে যায় টাইগাররা। যদিও বৃষ্টির কারণে ফাইনালটা খেলতে পারেনি ছন্দে ফেরা বাংলাদেশ! এমন অবস্থা নিয়ে নভেম্বর ভারতে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।
টেস্ট মর্যাদা পাওয়ার পর এই প্রথমবারের মতো ভারতের মাটিতে পূর্ণাঙ্গ কোনো সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। ভারত সফরে তিনটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। ইতোমধ্যে সিরিজ সূচিও প্রকাশ করা হয়েছে। সূচিতে দেখা যাচ্ছে, আগামী ৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে সিরিজ। প্রথমে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। ১৪ নভেম্বর থেকে মাঠে গড়াবে টেস্ট সিরিজ।
একনজরে বাংলাদেশ-ভারত সফরের সূচি-
টি-টুয়েন্টি সিরিজ
০৩ নভেম্বর: প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হবে দিল্লিতে।
০৭ নভেম্বর : দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ হবে রাজকোটে।
১০ নভেম্বর : তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ হবে নাগপুরে।
তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
টেস্ট সিরিজ:
১৪ থেকে ১৮ নভেম্বর- প্রথম টেস্ট ম্যাচ হবে ইন্দোরে।
২২ থেকে ২৬ নভেম্বর দ্বিতীয় টেস্ট ম্যাচ হবে কলকাতায়।
দুটি ম্যাচের খেলাই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টা থেকে।
আগামী ৩ নভেম্বর থেকে শুরু হওয়া তিন টি-টোয়েন্টি ও দুই টেস্ট ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বেশকিছু টেলিভিশন চ্যানেল। প্রথমবারের মতো সরাসরি সম্প্রচার করবে প্রথম আলো অনলাইন (www.prothomalo.com)। পাশাপাশি এই সিরিজ দেখা যাবে র্যাবিটহোলেও (www.rabbitholebd.com)।