প্রচ্ছদ > পরিবহন > গাড়ির হাট > শুরু হচ্ছে গাড়ি মেলা ‘ঢাকা মোটর শো’
শুরু হচ্ছে গাড়ি মেলা ‘ঢাকা মোটর শো’

শুরু হচ্ছে গাড়ি মেলা ‘ঢাকা মোটর শো’

গাড়ি কিনতে চান? সব ধরনের গাড়ি পাওয়া যাবে মেলায়। মোটরগাড়ি নিয়ে দেশের বৃহত্তম আয়োজন ‘ঢাকা মোটর শো’ শুরু হতে যাচ্ছে ১৮ এপ্রিল ২০১৪। চলবে ২০ এপ্রিল পর্যন্ত। স্থান বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। দর্শনার্থীদের জন্য প্রদর্শনী সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।
এবারের প্রদর্শনীতে অংশ নিচ্ছে দেশি-বিদেশি ৪৬টি প্রতিষ্ঠান। স্টল থাকছে ৩৫০টিরও বেশি। প্রদর্শনীতে বাংলাদেশের ২৩টি, ভারতের ১১টি, জাপান ও চীনের পাঁচটি করে এবং জার্মানি ও যুক্তরাষ্ট্রের একটি করে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অংশ নেবে।
মেলায় থাকবে গাড়ি, বাস, স্পোর্টস কার, বাণিজ্যিক গাড়ি, ট্রাক, স্কুটার, থ্রি হুইলার, মোটরসাইকেল, বিকল্প শক্তিতে চালিত (ব্যাটারিচালিত) গাড়ি, গ্যারেজসংশ্লিষ্ট যন্ত্রপাতি, গাড়ি বীমা প্রদানকারী সংস্থা, গাড়ি সম্পর্কিত প্রযুক্তিসেবা প্রদানকারী সংস্থা, গাড়ি কিনতে ঋণ প্রদানকারী ব্যাংক প্রভৃতির স্টল। লুব্রিক্যান্ট ও অটোমোটিভ কম্পোন্যান্টস প্রস্তুতকারী-সরবরাহকারী প্রতিষ্ঠানও অংশ নেবে মেলায়। বিখ্যাত মোটরগাড়ি নির্মাতার মধ্যে থাকছে টয়োটা, ফোর্ড, প্রোটন ব্যান্ডগুলো। দেশি অটোমোবাইল আমদানিকারকদের মধ্যে থাকছে নিটল-নিলয় গ্রুপ, উত্তরা মোটরস ও নাভানা গ্রুপ।
আয়োজক সেমস গ্লোবাল-কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড ইউএসএ এবং সেমস বাংলাদেশ।
আয়োজকরা জানান, প্রদর্শনীটি মূলত গাড়ি এবং গাড়িসংশ্লিষ্ট পণ্যের প্রদর্শনী। এসব দেখে দেশের অটোমোবাইলশিল্প সম্পর্কে সবাই একটা ধারণা নিতে পারবেন। পাশাপাশি ক্রেতারা পাবেন নতুন সব বাহনের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ। মেলা গাড়ি কেনার তেমন কোনো ব্যবস্থা থাকছে না। তবে আগ্রহী ক্রেতারা চাইলে তাঁদের পছন্দের গাড়িটি ওখানেই বুকিং দিয়ে পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শোরুম থেকে বুঝে নিতে পারবেন।
ঢাকা মোটর শোর বিশেষ আকর্ষণ ‘র‌্যালিক্রস চ্যাম্পিয়নশিপ’। এটি প্রথমবারের মতো বাংলাদেশে হতে যাচ্ছে। আয়োজন করছে সেমস বাংলাদেশের অঙ্গপ্রতিষ্ঠান বাংলাদেশ মোটরস্পোর্টস। ১৯ এপ্রিল ২০১৪ আগারগাঁও পিডাবি্লউডি মাঠে হবে এই প্রতিযোগিতা। আঁকাবাঁকা বন্ধুর পথে বা উঁচু-নিচু ভূমিতে গাড়ি রেসিংয়ের এ খেলাটি সারা বিশ্বে বেশ জনপ্রিয়। র‌্যালিক্রস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতাটি দর্শকদের জন্য উন্মুক্ত।

Comments

comments

Comments are closed.