১৪ এপ্রিল থেকে ঢাকা ও কলকাতায় পাওয়া যাবে ঢাকা-কলকাতা রুটের ট্রেন মৈত্রী এক্সপ্রেসের ফিরতি টিকেট।
ভারতের ঢাকাস্থ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ এপ্রিল থেকে বাংলাদেশি যাত্রীরা কলকাতা থেকে ঢাকায় আসার ফিরতি টিকেট ঢাকা থেকে সংগ্রহ করতে পারবেন। একইভাবে ঢাকা থেকে কলকাতা যাওয়ার ফিরতি টিকেট ভারতীয় যাত্রীরা কলকাতা থেকে সংগ্রহ করতে পারবেন। ভ্রমণের দিন ব্যতিত দুদিন আগ থেকে টিকেট পাওয়া যাবে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে ২০০৮ সালের ১৪ এপ্রিল, এ ট্রেন চালু করা হয়। সপ্তাহে চারদিন এ ট্রেন যাওয়া আসা করে। বাংলাদেশ থেকে প্রতি শুক্রবার ট্রেনটি ভারতে যায় ও ফেরে শনিবার। একইভাবে ভারত থেকে প্রতি মঙ্গলবারে বাংলাদেশে আসে বুধবার ফিরে যায়। বাংলাদেশিদের উপযুক্ত ও সঠিক কাগজপত্র সহকারে ঢাকার কমলাপুর কাউন্টারে উপস্থিত হয়ে টিকিট কিনতে হয়।
মৈত্রী এক্সপ্রেস প্রতি শুক্র ও শনিবার সকাল ৮টা ১০ মিনিটে ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন থেকে কলকাতার উদ্দেশে ছেড়ে যায়। কলকাতায় পৌঁছায় স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। শনি ও মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ১০ মিনিটে ট্রেনটি কলকাতা থেকে বাংলাদেশের উদ্দেশে রওয়ানা হয়।
