ঈদুল আজহা ও দুর্গাপূজা উপলক্ষে ট্রেনে বাড়ি যাওয়া নির্বিঘ্ন করতে প্রস্তুতি নেওয়া শুরু করেছে রেল কর্তৃপক্ষ। এ উপলক্ষে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। রাজধানীর কমলাপুর ও চট্টগ্রামের রেলস্টেশন থেকে এ টিকিট বিক্রি করা হবে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিক্রি করা হবে বিভিন্ন রুটের আগাম টিকিট। এই অগ্রিম টিকিটে ভ্রমণ করা যাবে ১ অক্টোবর থেকে। ঈদুল আজহা ও দুর্গাপূজা পরবর্তী ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে ৩ অক্টোবর থেকে। একজন সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পরবেন।
রেলমন্ত্রী মো. মুজিবুল হক জানান, ঈদুল আজহা ও দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রুটে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে। ঈদুল আজহার দুই দিন আগে ও তিন দিন পর পর্যন্ত ‘ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা, চট্টগ্রাম-চাদঁপুর-চট্টগ্রাম, ঢাকা-খুলনা-ঢাকা রুটে বিশেষ ট্রেনগুলো চলাচল করবে। এ ছাড়া ঈদুল আজহার দিন ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ ও ভৈরব থেকে কিশোরগঞ্জের শোলাকিয়ার ঈদ জামায়াত উপলক্ষে বিশেষ ট্রেনে যাত্রী পরিবহন করা হবে।
রেলমন্ত্রী বলেন, এবারও ঈদুল আজহা ও দুর্গাপূজা প্রায় একই সময়ে অনুষ্ঠিত হচ্ছে। এ কারণে এবার ট্রেনে বাড়তি চাপ পড়বে। বাড়তি চাপ সামাল দিতে আগেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ জন্য আজ সভা করেছি। এই মুহূর্তে রেলে ১২৮টি ইঞ্জিন ও ৮৪৮টি বগি আছে। এ ছাড়া অতিরিক্ত ৩০টি ইঞ্জিন ও বেশকিছু বগি প্রস্তুত রাখা হয়েছে। জরুরি প্রয়োজনে সেগুলো ব্যবহার করা যাবে। র্যাব, পুলিশ, বিজিবিসহ রেলওয়ের নিরাপত্তা বাহিনীগুলো যাত্রী নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে বলে তিনি জানান।
রেল কর্তৃপক্ষের হিসাবে, স্বাভাবিক সময়ে বিভিন্ন পথে প্রতিদিন গড়ে এক লাখ ৮০ হাজার টিকিট বিক্রি হয়ে থাকে। কর্তৃপক্ষ আশা করছে, আসন্ন ঈদুল আজহা ও দুর্গাপূজায় বাড়ি যাওয়া উপলক্ষে দিনে আড়াই লাখ টিকিট বিক্রি হবে।
কবে কোন তারিখের টিকিট
২৬ সেপ্টেম্বর বিক্রি হবে ১ অক্টোবর ট্রেন ভ্রমণের টিকিট।
৩০ সেপ্টেম্বর বিক্রি হবে ৫ অক্টোবর ভ্রমণের টিকিট।
৩ অক্টোবর থেকে ফিরতি টিকিট বিক্রির প্রথম দিনে বিক্রি হবে ৭ অক্টোবর ভ্রমণের টিকিট। ৪ অক্টোবর ৮, ৫ অক্টোবর ৯, ৭ অক্টোবর ১০, ৮ অক্টোবর বিক্রি হবে ১১ অক্টোবর ভ্রমণের টিকিট। তবে ঈদের দিন বন্ধ থাকবে টিকিট বিক্রি।