প্রচ্ছদ > পরিবহন > বিমান ভ্রমণ > চট্টগ্রাম-মাস্কট ফ্লাইট ফের চালু এপ্রিলে
চট্টগ্রাম-মাস্কট ফ্লাইট ফের চালু এপ্রিলে

চট্টগ্রাম-মাস্কট ফ্লাইট ফের চালু এপ্রিলে

বেসরকারি উড়োজাহাজ কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজ প্রায় এক বছর পর আবার চট্টগ্রাম-মাস্কাট রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে। আগামী ১৫ এপ্রিল থেকে চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সপ্তাহে তিনটি ফ্লাইট মাস্কাটের উদ্দেশে ছেড়ে যাবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের বিপনন ও জনসংযোগ বিভাগের এজিএম কামরুল ইসলাম।
তিনি বলেন, ‌’২০১২ সালের জুনে চালু এ রুটে ফ্লাইট চালু হলেও পরের বছর জুলাইয়ে যাত্রীসংকটের কারণে বন্ধ করে দেয়া হয়। সম্প্রতি মার্কেট সার্ভে  করে আমরা দেখেছি এ রুটটি চালু করার মতো যথেষ্ট যাত্রী রয়েছে।’
তিনি জানান, চট্টগ্রাম-মাস্কাট রুটে ওয়ানওয়ে টিকিটের মূল্য সর্বনিম্ন ২১ হাজার ৯৮৮ টাকা এবং রিটার্ন ভাড়া ৪১ হাজার ৪৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সপ্তাহের মঙ্গল, বৃহস্পতি ও শনিবার রাত সাড়ে ১০টায় ইউনাইটেড এয়ারের ফ্লাইট চট্টগ্রাম ছেড়ে যাবে। আর সোম, বুধ  ও শুক্রবার  রাত আড়াইটায় মাস্কাট থেকে চট্টগ্রামের ছেড়ে আসবে ফ্লাইট।
ফ্লাইট চালানোর জন্য প্রাথমিকভাবে এ রুটটিতে এমডি-৮৩ মডেলের উড়োজাহাজ ব্যবহার করা হবে বলে জানান কামরুল। চট্টগ্রাম ছাড়াও ঢাকা থেকে সপ্তাহে প্রতিদিনই মাস্কাটে ফ্লাইট পরিচালনা করছে ইউনাইটেড।

Comments

comments

Comments are closed.