প্রচ্ছদ > তথ্যপ্রযুক্তি > অ্যাপস > অ্যাপে বিমানবন্দরের দরকারি তথ্য
অ্যাপে বিমানবন্দরের দরকারি তথ্য

অ্যাপে বিমানবন্দরের দরকারি তথ্য

হাতের মুঠোয় থাকা স্মার্টফোনের একটি অ্যাপ্লিকেশন (অ্যাপ) বিমানভ্রমণকারীদের জানিয়ে দেবে বিমানবন্দরের দরকারি সব তথ্য। ‘হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর মোবাইল অ্যাপ’ নামের অ্যাপটি তৈরি করা হয়েছে এয়ারপোর্ট আর্মড পুলিশের (এএপি) উদ্যোগে। অ্যাপটি তৈরি করেছে স্থানীয় সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান ই-লজিক্যাল আইটি এক্সপার্ট।
এই অ্যাপে জানা যাবে কোন বিমান পরিবহন সংস্থার কোন বিমান কখন ছেড়ে যাবে, কখন এসে পৌঁছাবে। আরও আছে পর্যটন করপোরেশন ও অন্যান্য প্রতিষ্ঠানের শুল্কমুক্ত পণ্যের তালিকা, বিমানবন্দরের তথ্যসেবা, বিমানবন্দর-সংক্রান্ত যেকোনো প্রশ্নের উত্তর, কাস্টমস ডিউটি অফিসারদের নামের তালিকা, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের সব সেবা, ইমিগ্রেশন পুলিশের সেবা, নিরাপত্তা সেবা এবং প্রাথমিক চিকিৎসা সেবার তথ্য। রয়েছে বিমানবন্দর হেল্প ডেস্কের প্রটোকল সেবা, হুইলচেয়ার সেবা, লস্ট অ্যান্ড ফাউন্ড সেবা, ব্যাংকিং ও মানি এক্সচেঞ্জ সেবা, হোটেলের তথ্য।
বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গেও যোগাযোগ করা যাবে এই অ্যাপের মাধ্যমে। এমনকি জরুরি প্রয়োজনে পাওয়া যাবে এএপির কর্তব্যরত কর্মকর্তার ফোন নম্বর।
এই অ্যাপ নিয়ে এএপির সিনিয়র এএসপি মো. আলমগীর হোসাইন বললেন, ‘হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার জন্য সব রকম সুবিধাই রয়েছে। সাধারণত না জানার কারণে মানুষ এসব সুবিধা নেয় না। অ্যাপটির মাধ্যমে যাত্রীদের তথ্যপ্রাপ্তি আরও সহজ হয়ে যাবে। ঘরে বসেই জেনে নিতে পারবেন বিমানবন্দরের সব খোঁজখবর।’
বর্তমানে অ্যাপটির পরীক্ষামূলক সংস্করণ পাওয়া যাচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েবসাইট ও ফেসবুক পেজে। শিগগিরই পূর্ণাঙ্গ সংস্করণ সবার ব্যবহারের জন্য ছাড়া হবে।

Comments

comments

Comments are closed.