গোল হওয়ার সঙ্গে সঙ্গে রেফারির বাঁশি বেজে উঠবে আপনার মোবাইল। এর জন্য দরকার হবে কেবল মোবাইল অ্যাপ। ফুটবল বিশ্বকাপ উন্মাদনাকে আরো বাড়িয়ে নিতে তৈরি করা হয়েছে এসব অ্যাপ। সেসব অ্যাপস ব্যবহার করে আপনি এ ধরনের সুবিধা পেতে পারেন, তা নিচে দেওয়া হল। ইনস্টল করে নিন আপনার মোবাইলে আর জেনে নিন বিশ্বকাপের সব খবর।
ফিফা অফিসিয়াল অ্যাপ
অ্যান্ড্রয়েডের জন্য :
https://play.google.com/store/apps/details?id=com.fifa.fifaapp.android
আইফোনের জন্য
https://itunes.apple.com/us/app/fifa-official-app/id756904853?mt=8
ইএসপিএন অ্যাপ
অ্যান্ড্রয়েডের জন্য :
https://play.google.com/store/apps/details?id=com.espn.fc
আইফোন এর জন্য :
https://itunes.apple.com/us/app/espn-fc-soccer-world-cup/id843848932?mt=8
গুগল নাউ (google now) :
গুগল নাউ হয়ত গোলের খবর সাথে সাথে দিবে না। কিন্তু গুগল নাউ-এ টাচ করে একবার জিজ্ঞেস করলেই সে জানিয়ে দিবে সব খবরাখবর।
ডাউনলোড লিংক :
http://www.androidauthority.com/google-now-football-world-cup-389454/